ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ বনাম ভারত ম্যাচ গত ১০ বছর ধরে ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। ম্যাচের আগে ও পরে সামাজিক মাধ্যমে চলে ভক্ত-সমর্থকদের কথার লড়াই। শুধু কি তাই? ম্যাচ যেখানেই হোক, সেটা নিয়ে পাড়া-মহল্লায় চলে বাজির খেলা।
আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে। ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।
হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।
দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
আরও খবর পড়ুন:
বাংলাদেশ বনাম ভারত ম্যাচ গত ১০ বছর ধরে ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। ম্যাচের আগে ও পরে সামাজিক মাধ্যমে চলে ভক্ত-সমর্থকদের কথার লড়াই। শুধু কি তাই? ম্যাচ যেখানেই হোক, সেটা নিয়ে পাড়া-মহল্লায় চলে বাজির খেলা।
আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে। ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।
হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।
দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
আরও খবর পড়ুন:
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১৩ ঘণ্টা আগে