Ajker Patrika

মাথাব্যথা হেডকে ফেলে দিলেও স্বস্তিতে নেই ভারত

জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। রানের বন্যা বইয়ে দেওয়া হেড এবার ডাক মেরেছেন। ছবি: ক্রিকইনফো
জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। রানের বন্যা বইয়ে দেওয়া হেড এবার ডাক মেরেছেন। ছবি: ক্রিকইনফো

ট্রাভিস হেড আজ ‘ট্রাভিস হেডেক’ হওয়ার সুযোগই পাননি। সেটা হবে কী করে! জসপ্রীত বুমরা তো তাঁকে (হেড) রানের খাতা খোলার সুযোগ দেননি। তবু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ভারতের চেয়ে এগিয়েই থাকল অস্ট্রেলিয়া।

এমসিজিতে আজ শুরু হওয়া বক্সিং ডে টেস্টটা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচের প্রথম দিনেরই আলোচিত ঘটনা স্যাম কনস্টাস ও বিরাট কোহলির কথা কাটাকাটির ঘটনা। সব ছাপিয়ে প্রথম দিনে রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩১১ রানে দিনের খেলা শেষ করেছে অজিরা। স্টিভ স্মিথ ৬৮ রান করে অপরাজিত। তাঁর সঙ্গে ব্যাটিং করছেন অধিনায়ক প্যাট কামিন্স।

বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় কনস্টাসের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি খেলেন খুনে মেজাজে। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। উসমান খাজার সঙ্গে ১১৬ বলে ৮৯ রানের জুটি গড়তে অবদান রাখেন কনস্টাস। ২০তম ওভারের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ার এই ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

৮৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মারনাস লাবুশেন। টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তিনি পেয়েছেন ১১৪ বলে। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে উসমান খাজা ও স্টিভ স্মিথের সঙ্গে ৬৫ ও ৮৩ রানের দুটি জুটি গড়তে অবদান রাখেন লাবুশেন। তবে ১২তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেটা লাবুশেন পারেননি। ৬৬তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর। মিড অফে ক্যাচটি ধরেন কোহলি। ১৪৫ বলে ৭ চারে ৭২ রান করেন লাবুশেন।

লাবুশেন ফিরতেই জসপ্রীত বুমরার তোপে কিছুটা বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া। হেড (০) ও মিচেল মার্শকে (৪) তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফিরিয়েছেন বুমরা। যেখানে ৬৭তম ওভারের তৃতীয় বলে বুমরার ইনসুইং ডেলিভারি ছাড়তে গিয়ে বোল্ড হয়েছেন হেড। কেবল ৭ বল টিকতে পেরেছেন হেড। দুই ব্যাটার দ্রুত আউট হওয়ায় অস্ট্রেলিয়ার স্কোর মুহূর্তেই ৩ উইকেটে ২৩৭ রান থেকে ৫ উইকেটে ২৪৬ রানে পরিণত হয়।

বুমরার জোড়া ধাক্কার প্রভাব অবশ্য টের পেতে দেননি স্মিথ। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারির সঙ্গে ৮০ বলে ৫৩ রানের জুটি গড়তে স্মিথ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন আকাশ দীপ। ৪১ বলে ১ ছক্কায় করেন ৩১ রান। কনস্টাস (৬০), খাজা (৫৭), লাবুশেন (৭২), স্মিথ (৬৮*)-চার ফিফটির দিনে খেলা হয়েছে ৮৬ ওভার। স্মিথ ১১১ বল খেলে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। বুমরা নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাদেজা, আকাশ ও ওয়াশিংটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত