নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।
মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’
মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।
মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
২৯ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৭ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে