নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮ / ৭
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭ / ৭
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেই জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ১১৯ করলেই জিতে যেত বাংলাদেশ। কিন্তু মেয়েদের ক্রিকেটে স্কটল্যান্ড আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে যে বিস্তর ফরাক, বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সেটাই দেখালেন হিথার নাইট, সোফি একলেস্টনরা।
শারজায় টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৭ রানে দুই ওপেনার সাথি রানী (৭) ও দিলারা আক্তারকে (৬) হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটিতে এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্য করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হয়ে ভাঙে ৪৪ বলে গড়া দুজনের ৩৫ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারে অধিনায়কের বিদায়ের পরের ওভারেই লিনসি স্মিথের শিকার হয়ে স্বর্ণা আক্তার (২) ফিরে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাড়তে থাকে আস্কিং রানরেট। যার সঙ্গে মানিয়ে পরের কোনো ব্যাটারই ব্যাট করতে পারেননি। সোবহানা মোস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪৮ বরে খেলা তাঁর ইনিংসটিতে আছে ১টি চার ও ১টি ছয়। ২টি করে উইকেট নেন লিন্ডসি স্মিথ (২ / ১১) ও চার্লি ডিন (২ / ২২)।
এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে দুই ওপেনার মারিয়া রাউচিয়ার ও ড্যানি ওয়াট-হজ ৪৮ রানের দারুণ এক সূচনা এনে দেন। অবশ্য শুরুতেই বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন, দুই ওভার পরই বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে দিয়ে।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের স্কোর ৫০ / ১, রানরেট ৭.১৪। আরও ৬ ওভার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ / ৮১, রান রেট ৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই নিয়েছেন স্পিনাররা। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট করে নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮ / ৭
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭ / ৭
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেই জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ১১৯ করলেই জিতে যেত বাংলাদেশ। কিন্তু মেয়েদের ক্রিকেটে স্কটল্যান্ড আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে যে বিস্তর ফরাক, বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সেটাই দেখালেন হিথার নাইট, সোফি একলেস্টনরা।
শারজায় টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৭ রানে দুই ওপেনার সাথি রানী (৭) ও দিলারা আক্তারকে (৬) হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটিতে এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্য করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হয়ে ভাঙে ৪৪ বলে গড়া দুজনের ৩৫ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারে অধিনায়কের বিদায়ের পরের ওভারেই লিনসি স্মিথের শিকার হয়ে স্বর্ণা আক্তার (২) ফিরে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাড়তে থাকে আস্কিং রানরেট। যার সঙ্গে মানিয়ে পরের কোনো ব্যাটারই ব্যাট করতে পারেননি। সোবহানা মোস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪৮ বরে খেলা তাঁর ইনিংসটিতে আছে ১টি চার ও ১টি ছয়। ২টি করে উইকেট নেন লিন্ডসি স্মিথ (২ / ১১) ও চার্লি ডিন (২ / ২২)।
এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে দুই ওপেনার মারিয়া রাউচিয়ার ও ড্যানি ওয়াট-হজ ৪৮ রানের দারুণ এক সূচনা এনে দেন। অবশ্য শুরুতেই বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন, দুই ওভার পরই বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে দিয়ে।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের স্কোর ৫০ / ১, রানরেট ৭.১৪। আরও ৬ ওভার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ / ৮১, রান রেট ৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই নিয়েছেন স্পিনাররা। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট করে নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৩ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৪ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৬ ঘণ্টা আগে