গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয়ের কাজ অনেকটা সারে জাগুয়ার্সের বোলাররাই করে রেখেছিলেন, মিসিসাউগা প্যান্থার্সকে টুর্নামেন্টের সর্বনিম্ন ৫৬ রানে আটকে দিয়ে। তাই ১২০ বলে ৫৭ রানের লক্ষ্যটা স্পর্শ করা খুব কঠিন কিছু ছিল না সারের জন্য।
৮ উইকেটের জয়ে সারেও তাই প্রমাণ করল। যদিও ৬ রানের মাথায় যতিন্দর সিংকে হারিয়ে বসে সারে। দ্বিতীয় উইকেটে ২৩ রানের জুটি গড়ে তা সামাল দেন মোহাম্মদ হারিস ও লিটন দাস। প্যান্থার্সের পেসার সেসিল পারভেজের হঠাৎ বুকসমান এক বাউন্স বুঝে ওঠার আগেই লিটনের ব্যাটে লেগে লং অফে ক্যাচ উঠলে ছোট জুটিটা ভেঙে যায়। টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে প্রথম ফিফটি পাওয়া বাংলাদেশি ব্যাটার গতকাল ১৩ বলে ১০ রান করেন। বাউন্ডারি মারেন ২টি।
বাকি কাজটা সেরে নেন দুই পাকিস্তানি ব্যাটার। ওপেনিংয়ে নামা হারিসকে ম্যাচ জেতাতে সঙ্গ দেন আগের ম্যাচেও অপরাজিত থাকা ইফতিখার আহমেদ। ২৩ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হারিস। তাঁর সঙ্গে অপরাজিত থাকা দলের অধিনায়ক ইফতিখার করেন ৯ বলে ৮ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয় প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার শ্রেয়াস মোভা। কম রানে আটকে যাওয়ায় টুর্নামেন্টের সর্বনিম্ন রানের রেকর্ডও গড়ে পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের দল। আগের রেকর্ড ছিল ৯৯ রানের মন্ট্রিয়ল টাইগার্সের। ভ্যানকুভার নাইটসের বিপক্ষে করেছিল সাকিব আল হাসানের দল। ৬ রানের ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সারের নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয়ের কাজ অনেকটা সারে জাগুয়ার্সের বোলাররাই করে রেখেছিলেন, মিসিসাউগা প্যান্থার্সকে টুর্নামেন্টের সর্বনিম্ন ৫৬ রানে আটকে দিয়ে। তাই ১২০ বলে ৫৭ রানের লক্ষ্যটা স্পর্শ করা খুব কঠিন কিছু ছিল না সারের জন্য।
৮ উইকেটের জয়ে সারেও তাই প্রমাণ করল। যদিও ৬ রানের মাথায় যতিন্দর সিংকে হারিয়ে বসে সারে। দ্বিতীয় উইকেটে ২৩ রানের জুটি গড়ে তা সামাল দেন মোহাম্মদ হারিস ও লিটন দাস। প্যান্থার্সের পেসার সেসিল পারভেজের হঠাৎ বুকসমান এক বাউন্স বুঝে ওঠার আগেই লিটনের ব্যাটে লেগে লং অফে ক্যাচ উঠলে ছোট জুটিটা ভেঙে যায়। টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে প্রথম ফিফটি পাওয়া বাংলাদেশি ব্যাটার গতকাল ১৩ বলে ১০ রান করেন। বাউন্ডারি মারেন ২টি।
বাকি কাজটা সেরে নেন দুই পাকিস্তানি ব্যাটার। ওপেনিংয়ে নামা হারিসকে ম্যাচ জেতাতে সঙ্গ দেন আগের ম্যাচেও অপরাজিত থাকা ইফতিখার আহমেদ। ২৩ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হারিস। তাঁর সঙ্গে অপরাজিত থাকা দলের অধিনায়ক ইফতিখার করেন ৯ বলে ৮ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয় প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার শ্রেয়াস মোভা। কম রানে আটকে যাওয়ায় টুর্নামেন্টের সর্বনিম্ন রানের রেকর্ডও গড়ে পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের দল। আগের রেকর্ড ছিল ৯৯ রানের মন্ট্রিয়ল টাইগার্সের। ভ্যানকুভার নাইটসের বিপক্ষে করেছিল সাকিব আল হাসানের দল। ৬ রানের ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সারের নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৬ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে