গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয়ের কাজ অনেকটা সারে জাগুয়ার্সের বোলাররাই করে রেখেছিলেন, মিসিসাউগা প্যান্থার্সকে টুর্নামেন্টের সর্বনিম্ন ৫৬ রানে আটকে দিয়ে। তাই ১২০ বলে ৫৭ রানের লক্ষ্যটা স্পর্শ করা খুব কঠিন কিছু ছিল না সারের জন্য।
৮ উইকেটের জয়ে সারেও তাই প্রমাণ করল। যদিও ৬ রানের মাথায় যতিন্দর সিংকে হারিয়ে বসে সারে। দ্বিতীয় উইকেটে ২৩ রানের জুটি গড়ে তা সামাল দেন মোহাম্মদ হারিস ও লিটন দাস। প্যান্থার্সের পেসার সেসিল পারভেজের হঠাৎ বুকসমান এক বাউন্স বুঝে ওঠার আগেই লিটনের ব্যাটে লেগে লং অফে ক্যাচ উঠলে ছোট জুটিটা ভেঙে যায়। টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে প্রথম ফিফটি পাওয়া বাংলাদেশি ব্যাটার গতকাল ১৩ বলে ১০ রান করেন। বাউন্ডারি মারেন ২টি।
বাকি কাজটা সেরে নেন দুই পাকিস্তানি ব্যাটার। ওপেনিংয়ে নামা হারিসকে ম্যাচ জেতাতে সঙ্গ দেন আগের ম্যাচেও অপরাজিত থাকা ইফতিখার আহমেদ। ২৩ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হারিস। তাঁর সঙ্গে অপরাজিত থাকা দলের অধিনায়ক ইফতিখার করেন ৯ বলে ৮ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয় প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার শ্রেয়াস মোভা। কম রানে আটকে যাওয়ায় টুর্নামেন্টের সর্বনিম্ন রানের রেকর্ডও গড়ে পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের দল। আগের রেকর্ড ছিল ৯৯ রানের মন্ট্রিয়ল টাইগার্সের। ভ্যানকুভার নাইটসের বিপক্ষে করেছিল সাকিব আল হাসানের দল। ৬ রানের ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সারের নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয়ের কাজ অনেকটা সারে জাগুয়ার্সের বোলাররাই করে রেখেছিলেন, মিসিসাউগা প্যান্থার্সকে টুর্নামেন্টের সর্বনিম্ন ৫৬ রানে আটকে দিয়ে। তাই ১২০ বলে ৫৭ রানের লক্ষ্যটা স্পর্শ করা খুব কঠিন কিছু ছিল না সারের জন্য।
৮ উইকেটের জয়ে সারেও তাই প্রমাণ করল। যদিও ৬ রানের মাথায় যতিন্দর সিংকে হারিয়ে বসে সারে। দ্বিতীয় উইকেটে ২৩ রানের জুটি গড়ে তা সামাল দেন মোহাম্মদ হারিস ও লিটন দাস। প্যান্থার্সের পেসার সেসিল পারভেজের হঠাৎ বুকসমান এক বাউন্স বুঝে ওঠার আগেই লিটনের ব্যাটে লেগে লং অফে ক্যাচ উঠলে ছোট জুটিটা ভেঙে যায়। টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে প্রথম ফিফটি পাওয়া বাংলাদেশি ব্যাটার গতকাল ১৩ বলে ১০ রান করেন। বাউন্ডারি মারেন ২টি।
বাকি কাজটা সেরে নেন দুই পাকিস্তানি ব্যাটার। ওপেনিংয়ে নামা হারিসকে ম্যাচ জেতাতে সঙ্গ দেন আগের ম্যাচেও অপরাজিত থাকা ইফতিখার আহমেদ। ২৩ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হারিস। তাঁর সঙ্গে অপরাজিত থাকা দলের অধিনায়ক ইফতিখার করেন ৯ বলে ৮ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয় প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার শ্রেয়াস মোভা। কম রানে আটকে যাওয়ায় টুর্নামেন্টের সর্বনিম্ন রানের রেকর্ডও গড়ে পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের দল। আগের রেকর্ড ছিল ৯৯ রানের মন্ট্রিয়ল টাইগার্সের। ভ্যানকুভার নাইটসের বিপক্ষে করেছিল সাকিব আল হাসানের দল। ৬ রানের ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সারের নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে