ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করেছে বাংলাদেশ দল। উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও সাদমান ইসলাম তুলেছেন ৫৬ রান। ১৩ ওভার ব্যাটিংয়ের পর দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে গেছেন তাঁরা।
জাকির ৩২ ও সাদমান ২১ রানে অপরাজিত আছেন। জিততে বাংলাদেশের আরও প্রয়োজন ৪৫৯ রান। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। জিততে হলে ইতিহাস গড়তে হবে সফরকারীদের।
ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।
তার আগে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে তুলেছে ২৮৭ রান। সব মিলিয়ে তাদের লিড হলো ৫১৪ রান। পন্ত ১০৯ রানে ফিরলেও ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন গিল।
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই ছিল দেখার। গতকাল ৩০৮ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন ভারতের ব্যাটাররা।
৪১ ওভার ব্যাটিং করে আজ ভারত রান তুলেছে ৫.০২ হারে। পন্ত ও গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশন কোনো উইকেটে নিতে পারেননি তাঁরা। দ্বিতীয় সেশনে পন্তকে ফিরিয়ে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
২১ মাস পর লাল বলে পন্তের ফেরা হলো রাজকীয়। ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় খেলেছেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। টেস্টে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।
গতকাল দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করেছে বাংলাদেশ দল। উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও সাদমান ইসলাম তুলেছেন ৫৬ রান। ১৩ ওভার ব্যাটিংয়ের পর দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে গেছেন তাঁরা।
জাকির ৩২ ও সাদমান ২১ রানে অপরাজিত আছেন। জিততে বাংলাদেশের আরও প্রয়োজন ৪৫৯ রান। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। জিততে হলে ইতিহাস গড়তে হবে সফরকারীদের।
ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।
তার আগে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে তুলেছে ২৮৭ রান। সব মিলিয়ে তাদের লিড হলো ৫১৪ রান। পন্ত ১০৯ রানে ফিরলেও ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন গিল।
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই ছিল দেখার। গতকাল ৩০৮ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন ভারতের ব্যাটাররা।
৪১ ওভার ব্যাটিং করে আজ ভারত রান তুলেছে ৫.০২ হারে। পন্ত ও গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশন কোনো উইকেটে নিতে পারেননি তাঁরা। দ্বিতীয় সেশনে পন্তকে ফিরিয়ে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
২১ মাস পর লাল বলে পন্তের ফেরা হলো রাজকীয়। ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় খেলেছেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। টেস্টে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।
গতকাল দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে