ক্রীড়া ডেস্ক
ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। নতুন র্যাঙ্কিংয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ঠেলে দুই নম্বরে উঠেছেন মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে থাকা ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। আর ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটার,বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে এখন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৫১৫। আর টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ জেতেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১১৬ রান। যার মধ্যে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ ড্র করার পর উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন সাদমান। তাঁর রেটিং পয়েন্ট ৪৯০। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাদমান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে এখন ৪৭ ও ৫২ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক ও শান্ত। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। আর তাইজুল সাত ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে নিয়েছেন ৯ উইকেট। যাঁর মধ্যে প্রথম ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৭৬ ও ৮৬৭। তাছাড়া বাংলাদেশ সিরিজের পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে এখন তিনি অবস্থান করছেন ১৯ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত অবস্থান আগের মতোই আছে। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। দুই ও তিনে থাকা কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৭ ও ৮২৪। আর বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি যথারীতি ১৫ নম্বরেই আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৭৭। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হতে মিরাজের প্রতিদ্বন্দ্বী মুজারাবানি ও বেন সিয়ার্স। তিন ক্রিকেটারই গত মাসে দুর্দান্ত খেলেছেন। মাসসেরার পুরস্কার কে পাবেন, সেটা সময়ই বলে দেবে।
ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। নতুন র্যাঙ্কিংয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ঠেলে দুই নম্বরে উঠেছেন মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে থাকা ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। আর ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটার,বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে এখন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৫১৫। আর টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ জেতেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১১৬ রান। যার মধ্যে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ ড্র করার পর উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন সাদমান। তাঁর রেটিং পয়েন্ট ৪৯০। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাদমান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে এখন ৪৭ ও ৫২ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক ও শান্ত। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। আর তাইজুল সাত ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে নিয়েছেন ৯ উইকেট। যাঁর মধ্যে প্রথম ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৭৬ ও ৮৬৭। তাছাড়া বাংলাদেশ সিরিজের পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে এখন তিনি অবস্থান করছেন ১৯ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত অবস্থান আগের মতোই আছে। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। দুই ও তিনে থাকা কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৭ ও ৮২৪। আর বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি যথারীতি ১৫ নম্বরেই আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৭৭। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হতে মিরাজের প্রতিদ্বন্দ্বী মুজারাবানি ও বেন সিয়ার্স। তিন ক্রিকেটারই গত মাসে দুর্দান্ত খেলেছেন। মাসসেরার পুরস্কার কে পাবেন, সেটা সময়ই বলে দেবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
১০ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
১১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১২ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১৩ ঘণ্টা আগে