নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আলোচনায় ছিল কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডে এই অলরাউন্ডার সুযোগ পাবেন কি না। তবে ৩২ জনের প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখেন নির্বাচকেরা।
বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দেওয়ার পর ফিটনেস টেস্টেও বয়স অনুযায়ী ভালো স্কোর করেছিলেন মাহমুদউল্লাহ। এর মধ্যে রানিং আর ব্যক্তিগত ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন নিয়মিত।
পরে ছোট হয়ে আসা ২০-২২ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহ থাকবেন কি না, এ ব্যাপারেও আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত স্কিল ক্যাম্পের এই স্কোয়াডেও সুযোগ পান তিনি। তবে ব্যাটিংয়ের পর গতকাল শন ম্যাকডারমটের ফিল্ডিং ড্রিলসেও দুর্দান্ত সব ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
একটি ব্যাপার নিয়ে তবু কথা হচ্ছিল। গত কয়েক বছর বোলিংয়ে আগের মতো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না মাহমুদউল্লাহ। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বোলিংই করেননি তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম বোলিংটাও বড় টুর্নামেন্টে ভূমিকা রাখতে পারে।
তাই এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্পের খেলোয়াড়দের সব বিভাগেই প্রস্তুত করে তোলার চেষ্টা করছেন কোচরা।শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর ছেলে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গতকাল থেকে ক্লাস নিচ্ছেন স্পিনারদের। আজ সেই ক্লাসের শিক্ষার্থী হলেন মাহমুদউল্লাহ। বেশ কিছুক্ষণ বোলিং করলেন এই অলরাউন্ডার।
যার ফলে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে মাহমুদউল্লাহ সুযোগ পাবেন কি না, তাঁর অনুশীলন থেকেই উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদমাধ্যম।
কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আলোচনায় ছিল কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডে এই অলরাউন্ডার সুযোগ পাবেন কি না। তবে ৩২ জনের প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখেন নির্বাচকেরা।
বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দেওয়ার পর ফিটনেস টেস্টেও বয়স অনুযায়ী ভালো স্কোর করেছিলেন মাহমুদউল্লাহ। এর মধ্যে রানিং আর ব্যক্তিগত ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন নিয়মিত।
পরে ছোট হয়ে আসা ২০-২২ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহ থাকবেন কি না, এ ব্যাপারেও আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত স্কিল ক্যাম্পের এই স্কোয়াডেও সুযোগ পান তিনি। তবে ব্যাটিংয়ের পর গতকাল শন ম্যাকডারমটের ফিল্ডিং ড্রিলসেও দুর্দান্ত সব ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
একটি ব্যাপার নিয়ে তবু কথা হচ্ছিল। গত কয়েক বছর বোলিংয়ে আগের মতো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন না মাহমুদউল্লাহ। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বোলিংই করেননি তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম বোলিংটাও বড় টুর্নামেন্টে ভূমিকা রাখতে পারে।
তাই এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্পের খেলোয়াড়দের সব বিভাগেই প্রস্তুত করে তোলার চেষ্টা করছেন কোচরা।শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর ছেলে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গতকাল থেকে ক্লাস নিচ্ছেন স্পিনারদের। আজ সেই ক্লাসের শিক্ষার্থী হলেন মাহমুদউল্লাহ। বেশ কিছুক্ষণ বোলিং করলেন এই অলরাউন্ডার।
যার ফলে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে মাহমুদউল্লাহ সুযোগ পাবেন কি না, তাঁর অনুশীলন থেকেই উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদমাধ্যম।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে