ক্রীড়া ডেস্ক
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১০০-এর বেশি ম্যাচ খেলে ফেলেছেন তানভীর ইসলাম। কিন্তু কলম্বোর প্রেমাদাসায় তানভীর যে ম্যাচটা খেললেন, সেটা ছিল তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গড়ে ফেললেন রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে বনে গেলেন জয়ের নায়ক।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা অবশ্য বাজে হয়েছিল তানভীরের। নিজের প্রথম দুই ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি, যার মধ্যে ইনিংসের অষ্টম ওভারে তানভীরকে পিটিয়ে (২ চার ও ১ ছক্কা) একাই ১৭ রান নেন কুশল মেন্ডিস। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার এরপর লেখেন প্রত্যাবর্তনের গল্প। ১০ ওভারে ৩৯ রানে নিলেন ৫ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন। নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, মাহিশ তিকশানা—এই পাঁচ ব্যাটারকে ফিরিয়ে তানভীর পিচে সিজদা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নেওয়া এই বোলার গতকাল পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
বেধড়ক পিটুনি খাওয়ার পর এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন কীভাবে সম্ভব—তানভীর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে কৃতিত্ব দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানভীর বলেন, ‘প্রথম দুই ওভারে আমি ২২ রান খেয়েছিলাম। তখন অধিনায়ক আমাকে বলেছিলেন, বোলার মার খায় আবার উইকেটও নেয়। তুই পারবি। তোকে উইকেট টেকিং বোলিং করতে হবে। অধিনায়কের কথামতো আমি সেভাবেই বোলিং করেছি। আলহামদুলিল্লাহ, দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’
আবদুর রাজ্জাক, তানভীর—শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের এ দুই স্পিনার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন, যার মধ্যে ২০১৩ সালে পাল্লেকেলেতে রাজ্জাক খরচ করেছিলেন ৬২ রান। প্রেমাদাসায় গতকাল তানভীর ৩৯ রান দেওয়ায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ইনিংসে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি এখন তাঁর। ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে তানভীর জানিয়েছেন, নিজের পারফরম্যান্সই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তানভীর বলেন, ‘আমার আইডল সেরকম কেউ নেই। লাইন-লেংথে ঠিকমতো বোলিং করতে পারছি কি না, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই চিন্তা করেই বোলিং করি। চেষ্টা করি বল ঘোরাতে। কারণ, স্পিনার মানেই তো বল ঘোরানো।’
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস জয়ের পর মিরাজরা এখন পাচ্ছেন একের পর এক অভিনন্দন বার্তা। মুশফিকুর রহিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অসাধারণ এক ক্রিকেট ম্যাচ। ওয়ানডে সিরিজে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। তাদের অভিনন্দন। আলহামদুলিল্লাহ। ছেলেরা অসাধারণ খেলেছে।’
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ মেলেনি তাসকিন আহমেদের। প্রেমাদাসার ডাগআউটে বসে গতকাল তিনি সতীর্থদের খেলা বেশ উপভোগ করেছেন। হাস্যোজ্জ্বল বাংলাদেশের এই তরুণ পেসার দিয়েছেন করতালি। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘অসাধারণ এক ম্যাচ। বাংলাদেশ তাদের স্নায়ুচাপ ধরে রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ।’ আর লঙ্কানদের বিপক্ষে রেকর্ড গড়া তানভীরকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১০০-এর বেশি ম্যাচ খেলে ফেলেছেন তানভীর ইসলাম। কিন্তু কলম্বোর প্রেমাদাসায় তানভীর যে ম্যাচটা খেললেন, সেটা ছিল তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গড়ে ফেললেন রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে বনে গেলেন জয়ের নায়ক।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা অবশ্য বাজে হয়েছিল তানভীরের। নিজের প্রথম দুই ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি, যার মধ্যে ইনিংসের অষ্টম ওভারে তানভীরকে পিটিয়ে (২ চার ও ১ ছক্কা) একাই ১৭ রান নেন কুশল মেন্ডিস। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার এরপর লেখেন প্রত্যাবর্তনের গল্প। ১০ ওভারে ৩৯ রানে নিলেন ৫ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন। নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, মাহিশ তিকশানা—এই পাঁচ ব্যাটারকে ফিরিয়ে তানভীর পিচে সিজদা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নেওয়া এই বোলার গতকাল পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
বেধড়ক পিটুনি খাওয়ার পর এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন কীভাবে সম্ভব—তানভীর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে কৃতিত্ব দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানভীর বলেন, ‘প্রথম দুই ওভারে আমি ২২ রান খেয়েছিলাম। তখন অধিনায়ক আমাকে বলেছিলেন, বোলার মার খায় আবার উইকেটও নেয়। তুই পারবি। তোকে উইকেট টেকিং বোলিং করতে হবে। অধিনায়কের কথামতো আমি সেভাবেই বোলিং করেছি। আলহামদুলিল্লাহ, দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’
আবদুর রাজ্জাক, তানভীর—শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের এ দুই স্পিনার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন, যার মধ্যে ২০১৩ সালে পাল্লেকেলেতে রাজ্জাক খরচ করেছিলেন ৬২ রান। প্রেমাদাসায় গতকাল তানভীর ৩৯ রান দেওয়ায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ইনিংসে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি এখন তাঁর। ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে তানভীর জানিয়েছেন, নিজের পারফরম্যান্সই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তানভীর বলেন, ‘আমার আইডল সেরকম কেউ নেই। লাইন-লেংথে ঠিকমতো বোলিং করতে পারছি কি না, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই চিন্তা করেই বোলিং করি। চেষ্টা করি বল ঘোরাতে। কারণ, স্পিনার মানেই তো বল ঘোরানো।’
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস জয়ের পর মিরাজরা এখন পাচ্ছেন একের পর এক অভিনন্দন বার্তা। মুশফিকুর রহিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অসাধারণ এক ক্রিকেট ম্যাচ। ওয়ানডে সিরিজে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। তাদের অভিনন্দন। আলহামদুলিল্লাহ। ছেলেরা অসাধারণ খেলেছে।’
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ মেলেনি তাসকিন আহমেদের। প্রেমাদাসার ডাগআউটে বসে গতকাল তিনি সতীর্থদের খেলা বেশ উপভোগ করেছেন। হাস্যোজ্জ্বল বাংলাদেশের এই তরুণ পেসার দিয়েছেন করতালি। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘অসাধারণ এক ম্যাচ। বাংলাদেশ তাদের স্নায়ুচাপ ধরে রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ।’ আর লঙ্কানদের বিপক্ষে রেকর্ড গড়া তানভীরকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল।
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৩৮ মিনিট আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
১ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৫ ঘণ্টা আগে