নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির আম্পায়ারিং প্যানেলে থাকা বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল থাকছেন না বিপিএলের শুরুর দিকে। যুব বিশ্বকাপে আম্পায়ারিং করবেন তাঁরা।
আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এখন আছেন অস্ট্রেলিয়ায়। কদিন পর সেখানে তিনি ব্যস্ত থাকবেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে। সৈকত, মুকুল, গাজী সোহেলকে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেশের সেরা তিন আম্পায়ার হিসেবে। তাঁদের বিপিএলের শুরুতে না পেলেও সমস্যা দেখছে না বিসিবি। তানভীর আহমদে, মাহফুজুর রহমান, আলী আরমানসহ স্থানীয় ছয়জন আম্পায়ার বিপিএলে রাখছে বিসিবি। তাঁদের সঙ্গে থাকছেন তিন বিদেশি আম্পায়ার।
বিসিবি সূত্র জানিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড মিলনসকে পাঠাচ্ছে বিপিএলে। গতবারও তিনি বিপিএলে ছিলেন। পাকিস্তান থেকে আসছেন আসিফ ইয়াকুব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে একজন আম্পায়ার চাওয়া হলেও তাদের নিজেদের সিরিজ থাকায় দিতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে বিসিবি।
এবার বিপিএলে শুরু থেকে ডিআরএস থাকায় আম্পায়ারদের ‘স্বস্তি’ দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু, ‘ডিআরএস থাকলে ৯৫ থেকে ৯৮ শতাংশ সঠিক সিদ্ধান্ত দেখি আমরা। এটা আম্পায়ারদের কাছে স্বস্তির বিষয়।’
১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির আম্পায়ারিং প্যানেলে থাকা বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল থাকছেন না বিপিএলের শুরুর দিকে। যুব বিশ্বকাপে আম্পায়ারিং করবেন তাঁরা।
আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এখন আছেন অস্ট্রেলিয়ায়। কদিন পর সেখানে তিনি ব্যস্ত থাকবেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে। সৈকত, মুকুল, গাজী সোহেলকে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেশের সেরা তিন আম্পায়ার হিসেবে। তাঁদের বিপিএলের শুরুতে না পেলেও সমস্যা দেখছে না বিসিবি। তানভীর আহমদে, মাহফুজুর রহমান, আলী আরমানসহ স্থানীয় ছয়জন আম্পায়ার বিপিএলে রাখছে বিসিবি। তাঁদের সঙ্গে থাকছেন তিন বিদেশি আম্পায়ার।
বিসিবি সূত্র জানিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড মিলনসকে পাঠাচ্ছে বিপিএলে। গতবারও তিনি বিপিএলে ছিলেন। পাকিস্তান থেকে আসছেন আসিফ ইয়াকুব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে একজন আম্পায়ার চাওয়া হলেও তাদের নিজেদের সিরিজ থাকায় দিতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে বিসিবি।
এবার বিপিএলে শুরু থেকে ডিআরএস থাকায় আম্পায়ারদের ‘স্বস্তি’ দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু, ‘ডিআরএস থাকলে ৯৫ থেকে ৯৮ শতাংশ সঠিক সিদ্ধান্ত দেখি আমরা। এটা আম্পায়ারদের কাছে স্বস্তির বিষয়।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৪ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে