নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটির পর মিরপুরে বিসিবি কার্যালয়ে নির্বাচক প্যানেলের সদস্যদের মধ্যে একটা পুনর্মিলনী যেন হয়ে গেল গতকাল। লম্বা একটা ছুটির পর গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বাকি দুই সদস্যের দেখা হওয়াটা নিছকই আড্ডা দিতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের দল গোছানোর কাজও কিছুটা এগিয়ে নেওয়া ছিল তাঁদের উদ্দেশ্য।
নির্বাচকেরা কাজ এগিয়ে রাখলেও অনেক সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। ২১ এপ্রিল ঢাকায় ফেরার কথা বাংলাদেশ দলের কোচের। এমনিতেই বেশ ব্যস্ত সময় যাচ্ছে ক্রিকেটারদের। আগামী ৩ মে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ, তার আগে আছে ডিপিএলের সুপার লিগ পর্ব। গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় ডিপিএলের দলগুলোও নিঃসন্দেহে চাইবে তারকা ক্রিকেটারদের। জাতীয় দলের ক্রিকেটারদের সুপার লিগ খেলাটা নির্ভর করছে হাথুরুর ওপর। গতকাল নির্বাচক হান্নান সরকার আজকের পত্রিকাকে বললেন, ‘২২ এপ্রিল শুরু সুপার লিগ। ওই দিনের ম্যাচটা খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর পরের ম্যাচগুলো তাঁরা খেলতে পারবেন কি না, নির্ভর করছে কোচের সঙ্গে আলোচনার ওপর।’
স্বাভাবিকভাবেই এখন বেশি মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। গত এক বছরে নির্বাচক প্যানেল থেকে শুরু করে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টে একাধিক পরিবর্তন আনা হয়েছে আইসিসির ইভেন্টে ভালো করার লক্ষ্যে। ভিন্ন এক সংস্কৃতি তৈরিরও চেষ্টা করছেন হাথুরু। এই ধারাবাহিকতায় ভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা দিতে হবে নাজমুল হোসেন শান্তদের। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবারের ফিটনেস টেস্ট হচ্ছে একটু অন্যভাবে। ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা।
একসময় রাগবি দলে কাজ করা বিসিবির নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। পরীক্ষাটি নেওয়ার প্রস্তাব ছিল আর্মি স্টেডিয়াম কিংবা বিকেএসপির অ্যাথলেটিকস ট্র্যাকে। তবে গুঞ্জন আছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকেও দৌড়াতে পারেন ক্রিকেটাররা। কালও অবশ্য ভেন্যু নিশ্চিত করতে পারেনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আগামীকাল ট্রেনারদের একটি সভা আছে। সেখানে হয়তো চূড়ান্ত হবে অ্যাথলেটিকস ট্র্যাকের ভেন্যু। বিসিবির এক ট্রেনার জানালেন, অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট।
টি-টোয়েন্টি ক্রিকেটে মাংসপেশির শক্তি ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। সেটিই পরীক্ষা করতে চাইছেন কেইলি। তবে এবার ফিটনেস পরীক্ষায় মৌলিক কিছু বিষয় বাদ রাখতে চাইছেন তিনি, যেটি নিয়ে প্রশ্ন খোদ বিসিবির ট্রেনারদেরই। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেলকে।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ১ মের মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। জিম্বাবুয়ে সিরিজ দেখে তাই দল ঘোষণার সুযোগ পাচ্ছে না তারা। যদিও চোটের কারণে দলে পরিবর্তন আনার সুযোগ থাকবে আগামী ২৫ মে পর্যন্ত। শান্তর নেতৃত্বে দল অনেকটা তৈরি, দু-একটা জায়গায় শুধু আলোচনার বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গতকাল কথা বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলব। অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। তবে একটা অনুরোধ থাকবে, আমরা যেন মাতামাতি না করি।’
ঈদের ছুটির পর মিরপুরে বিসিবি কার্যালয়ে নির্বাচক প্যানেলের সদস্যদের মধ্যে একটা পুনর্মিলনী যেন হয়ে গেল গতকাল। লম্বা একটা ছুটির পর গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বাকি দুই সদস্যের দেখা হওয়াটা নিছকই আড্ডা দিতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের দল গোছানোর কাজও কিছুটা এগিয়ে নেওয়া ছিল তাঁদের উদ্দেশ্য।
নির্বাচকেরা কাজ এগিয়ে রাখলেও অনেক সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। ২১ এপ্রিল ঢাকায় ফেরার কথা বাংলাদেশ দলের কোচের। এমনিতেই বেশ ব্যস্ত সময় যাচ্ছে ক্রিকেটারদের। আগামী ৩ মে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ, তার আগে আছে ডিপিএলের সুপার লিগ পর্ব। গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় ডিপিএলের দলগুলোও নিঃসন্দেহে চাইবে তারকা ক্রিকেটারদের। জাতীয় দলের ক্রিকেটারদের সুপার লিগ খেলাটা নির্ভর করছে হাথুরুর ওপর। গতকাল নির্বাচক হান্নান সরকার আজকের পত্রিকাকে বললেন, ‘২২ এপ্রিল শুরু সুপার লিগ। ওই দিনের ম্যাচটা খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর পরের ম্যাচগুলো তাঁরা খেলতে পারবেন কি না, নির্ভর করছে কোচের সঙ্গে আলোচনার ওপর।’
স্বাভাবিকভাবেই এখন বেশি মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। গত এক বছরে নির্বাচক প্যানেল থেকে শুরু করে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টে একাধিক পরিবর্তন আনা হয়েছে আইসিসির ইভেন্টে ভালো করার লক্ষ্যে। ভিন্ন এক সংস্কৃতি তৈরিরও চেষ্টা করছেন হাথুরু। এই ধারাবাহিকতায় ভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা দিতে হবে নাজমুল হোসেন শান্তদের। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবারের ফিটনেস টেস্ট হচ্ছে একটু অন্যভাবে। ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা।
একসময় রাগবি দলে কাজ করা বিসিবির নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। পরীক্ষাটি নেওয়ার প্রস্তাব ছিল আর্মি স্টেডিয়াম কিংবা বিকেএসপির অ্যাথলেটিকস ট্র্যাকে। তবে গুঞ্জন আছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকেও দৌড়াতে পারেন ক্রিকেটাররা। কালও অবশ্য ভেন্যু নিশ্চিত করতে পারেনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আগামীকাল ট্রেনারদের একটি সভা আছে। সেখানে হয়তো চূড়ান্ত হবে অ্যাথলেটিকস ট্র্যাকের ভেন্যু। বিসিবির এক ট্রেনার জানালেন, অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট।
টি-টোয়েন্টি ক্রিকেটে মাংসপেশির শক্তি ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। সেটিই পরীক্ষা করতে চাইছেন কেইলি। তবে এবার ফিটনেস পরীক্ষায় মৌলিক কিছু বিষয় বাদ রাখতে চাইছেন তিনি, যেটি নিয়ে প্রশ্ন খোদ বিসিবির ট্রেনারদেরই। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেলকে।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ১ মের মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। জিম্বাবুয়ে সিরিজ দেখে তাই দল ঘোষণার সুযোগ পাচ্ছে না তারা। যদিও চোটের কারণে দলে পরিবর্তন আনার সুযোগ থাকবে আগামী ২৫ মে পর্যন্ত। শান্তর নেতৃত্বে দল অনেকটা তৈরি, দু-একটা জায়গায় শুধু আলোচনার বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গতকাল কথা বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলব। অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। তবে একটা অনুরোধ থাকবে, আমরা যেন মাতামাতি না করি।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১২ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৩ ঘণ্টা আগে