Ajker Patrika

ছিটকে যাওয়া আলিসের বদলে বাংলাদেশ দলে জাকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯: ৩২
ছিটকে যাওয়া আলিসের বদলে বাংলাদেশ দলে জাকের

বিপিএলের রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার বেশ প্রশংসা কুড়িয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় বোলিংয়ে আলো ছড়িয়ে প্রথমবার বাংলাদেশ দলেও ডাক পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে আবার ছিটকেও গেছেন তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ানস সতীর্থ জাকের আলী অনিক। 

গতকাল বিপিএল ফাইনালে কুমিল্লার হারের পর আজকের পত্রিকাকে আলিস আক্ষেপ জড়িত কণ্ঠে বলেন, ‘দলে সুযোগ পেয়েছিলাম, আবার ছিটকেও গেলাম।’ গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তর্জনী ও মধ্যমা দুই আঙুলেই করতে হয়েছে ব্যান্ডেজ। 

আলিসের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘আলিসের একটি এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমায় এমসিপি জয়েন্ট লিগামেন্ট মচকে গেছে এবং সে জায়গা ফুলে ওঠেছে। চোট সারতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যার জন্য সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।’ 

এবারের বিপিএলে ৮ ম্যাচে ৭.১৭ ইকনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন আলিস। শেষ দিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। আলিসের জায়গায় সুযোগ পাওয়া অনিক নজর কেড়েছেন পাওয়ার হিটিং দেখিয়ে। ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন কুমিল্লার এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত