Ajker Patrika

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে আইপিএলে পাচ্ছেই না মোস্তাফিজদের চেন্নাই 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২৪ আইপিএলে ডেভন কনওয়ের খেলা নিয়ে আশঙ্কা ছিল অনেক দিন। শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ছিটকেই গেলেন এবারের আইপিএল থেকে।

এ বছরের ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেই ম্যাচে বাহাতের বুড়ো আঙুলে চোট পান কনওয়ে। এই চোটেই খেলতে পারেননি সেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ও টেস্ট। আঙুলের অস্ত্রোপচার শেষে মে মাসে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলার কথা ছিল। এই চেন্নাইতে আছেন মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনির মতো তারকারা। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার আর খেলা হচ্ছে না কনওয়ের।

কনওয়ের পরিবর্তে চেন্নাই দলে ডাক পেয়েছেন রিচার্ড গ্লিসন। সবকিছু ঠিকঠাক থাকলে এবারই প্রথমবারের মতো আইপিএল খেলবেন গ্লিসন। তবে ইংল্যান্ডের পেসার স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ৯০ ম্যাচ। ৮.১৮ ইকোনমিতে নেন ১০১ উইকেট। বিপিএলে রংপুর রাইডার্স, বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস, এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস, আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টস, দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালস—এগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে গ্লিসনের অভিজ্ঞতা। ২০২২ সালে এজবাস্টনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় গ্লিসনের। সেই ম্যাচে ৪ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত ভারতের তিন তারকা ক্রিকেটারকে ফিরিয়েছেন গ্লিসন।

চেন্নাইয়ের ২০২৩ আইপিএল জয়ে অসামান্য অবদান রাখেন কনওয়ে। ১৬ ম্যাচে ৬৭২ রান করে গত আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। কিউই তারকা ব্যাটারের গড় ও স্ট্রাইকরেট ছিল ৫১.৬৯ ও ১৩৯.৭০, করেছেন ৬ ফিফটি। ফাইনালে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত