ক্রীড়া ডেস্ক
২৭ রান করতেই নেই ৩ উইকেট। চতুর্থ উইকেট পড়ল ৬৬ রানে। সেখান থেকে রংপুর রাইডার্স ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পাবে সেটি কে বা কল্পনা করেছিল? জিমি নিশাম হয়তো করেছিলেন। তাঁর তাণ্ডবেই তো এই স্কোর! ৪৯ বলে ৮ চার ও ৭ ছয়ে অপরাজিত ৯৭ রান করেছেন নিউজিল্যান্ড তারকা।
অবশ্য এমন চোখধাঁধানো ব্যাটিংয়ের পরও আক্ষেপ রয়ে গেল নিশামের। সেঞ্চুরির জন্য মুশফিক হাসানের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে তাঁর দরকার ছিল ৩ রান। কিন্তু আগের বলে ছক্কা হাঁকানো নিশাম ফুলটস বলটিতে ব্যাট লাগাতে পারেননি। সন্তুষ্ট থাকতে হয় ১ বাই-রান নিয়ে।
আজ মিরপুরে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটা হয় দুঃস্বপ্নের মতন। অবশ্য ইনিংসের প্রথম দুই বলে দুই চার দিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন ওপেনার রনি তালুকদার। কিন্তু পরের ওভারে থেকে উইকেট উদ্যাপনে মাতেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা।
শামীম হোসেন পাটওয়ারিকে দিয়ে শুরু। তানভির ইসলামের দ্বিতীয় বলেই ডাক নিয়ে ফেরেন রংপুর ওপেনার। এরপর পরের ওভারে বিদায় নেন রনি (১৩)। চতুর্থ ওভারে সাবেক কলকাতা নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রে রাসেল ফেরান সাকিব আল হাসানকে (৫)। সে ধাক্কা সামলানোর চেষ্টা করা শেখ মেহেদি হাসানকে (২২) ঘূর্ণিতে কাবু করেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। কিন্তু এরপর উইকেটের পেছনে দাঁড়িয়ে উল্টো দর্শক হয়ে নিশামের তাণ্ডব দেখতে হয়েছে লিটন দাসদের। কুমিল্লার বোলাররা কোনো সুবিধায় করতে পারেননি কিউই ব্যাটারের সামনে।
রংপুরকে খাদ থেকে টেনে তোলেন নিশাম। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে দলীয় শতক পেরোয় দলটি। শুরু থেকেই তুফানের গতিতে ব্যাট চালানো কিউই অলরাউন্ডার আরও দানবীয় হয়ে ওঠেন ইনিংসের শেষদিকে। শেষ পাঁচ ওভারে রংপুর নিয়েছে ৬৮ রান। যার মধ্যে শেষ ওভারে ২ চার ও ৩ ছয়ে নেন ২৮ রান। ১৯ তম ওভার শেষে নিশামের রান ছিল ৭১ আর রংপুরের ৬ উইকেটে ১৫৭। কুমিল্লার হয়ে সবচেয়ে খরুচে বোলার মুশফিক। ৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৭২ রান। ২ উইকেট নেন রাসেল।
২৭ রান করতেই নেই ৩ উইকেট। চতুর্থ উইকেট পড়ল ৬৬ রানে। সেখান থেকে রংপুর রাইডার্স ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পাবে সেটি কে বা কল্পনা করেছিল? জিমি নিশাম হয়তো করেছিলেন। তাঁর তাণ্ডবেই তো এই স্কোর! ৪৯ বলে ৮ চার ও ৭ ছয়ে অপরাজিত ৯৭ রান করেছেন নিউজিল্যান্ড তারকা।
অবশ্য এমন চোখধাঁধানো ব্যাটিংয়ের পরও আক্ষেপ রয়ে গেল নিশামের। সেঞ্চুরির জন্য মুশফিক হাসানের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে তাঁর দরকার ছিল ৩ রান। কিন্তু আগের বলে ছক্কা হাঁকানো নিশাম ফুলটস বলটিতে ব্যাট লাগাতে পারেননি। সন্তুষ্ট থাকতে হয় ১ বাই-রান নিয়ে।
আজ মিরপুরে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটা হয় দুঃস্বপ্নের মতন। অবশ্য ইনিংসের প্রথম দুই বলে দুই চার দিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন ওপেনার রনি তালুকদার। কিন্তু পরের ওভারে থেকে উইকেট উদ্যাপনে মাতেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা।
শামীম হোসেন পাটওয়ারিকে দিয়ে শুরু। তানভির ইসলামের দ্বিতীয় বলেই ডাক নিয়ে ফেরেন রংপুর ওপেনার। এরপর পরের ওভারে বিদায় নেন রনি (১৩)। চতুর্থ ওভারে সাবেক কলকাতা নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রে রাসেল ফেরান সাকিব আল হাসানকে (৫)। সে ধাক্কা সামলানোর চেষ্টা করা শেখ মেহেদি হাসানকে (২২) ঘূর্ণিতে কাবু করেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। কিন্তু এরপর উইকেটের পেছনে দাঁড়িয়ে উল্টো দর্শক হয়ে নিশামের তাণ্ডব দেখতে হয়েছে লিটন দাসদের। কুমিল্লার বোলাররা কোনো সুবিধায় করতে পারেননি কিউই ব্যাটারের সামনে।
রংপুরকে খাদ থেকে টেনে তোলেন নিশাম। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে দলীয় শতক পেরোয় দলটি। শুরু থেকেই তুফানের গতিতে ব্যাট চালানো কিউই অলরাউন্ডার আরও দানবীয় হয়ে ওঠেন ইনিংসের শেষদিকে। শেষ পাঁচ ওভারে রংপুর নিয়েছে ৬৮ রান। যার মধ্যে শেষ ওভারে ২ চার ও ৩ ছয়ে নেন ২৮ রান। ১৯ তম ওভার শেষে নিশামের রান ছিল ৭১ আর রংপুরের ৬ উইকেটে ১৫৭। কুমিল্লার হয়ে সবচেয়ে খরুচে বোলার মুশফিক। ৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৭২ রান। ২ উইকেট নেন রাসেল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে