জোড়া সেঞ্চুরি করেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হার দেখতে হলো দুই ব্যাটার সাইফ হাসান ও তাইবুর রহমানকে। সুপার লিগের প্রথম ম্যাচে দুই সেঞ্চুরিয়ানকে এমন হতাশা ‘উপহার’ দিয়েছেন মাহীদুল ইসলাম অঙ্কন।
ফতুল্লায় অঙ্কনের সেঞ্চুরিতেই শেখ জামালের দুই সেঞ্চুরিয়ানের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়েছে। তাঁর সেঞ্চুরি এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ফিফটিতে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৬০ রানের লক্ষ্যে অবশ্য শুরুটা ভালো ছিল না মোহামেডানের। দলীয় ৩৫ রানের মাথায় ড্রেসিংরুমে ফিরতে হয় ইমরুল কায়েসকে। ১৫ রানে শিপন মন্ডলের শিকার হন মোহামেডানের অধিনায়ক। পরে আরও ২ উইকেট হারিয়ে একটা সময় ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।
সেখান থেকে চতুর্থ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন অঙ্কন-মাহমুদউল্লাহ। তাঁদের ১৭৯ রানের জুটিতেই মূলত জয়ের লক্ষ্যেও পৌঁছে যায় মোহামেডান। দুর্দান্ত এই জুটি গড়ার পথে ১০১ রান করে আউট হন অঙ্কন। ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা এবং ৫ চারে। সতীর্থ ফিরলেও বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ জয় নিয়েই মাঠ ছেড়েছেন। অপরাজিত ৮৭ রানের ইনিংসটি সাজিয়েছেন সমান ৩টি করে চার ও ছক্কায়। ২ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জয় এনে দেওয়া আরিফুল হক অপরাজিত থাকেন ৪ রানে।
এর আগে প্রথমে ব্যাট করে দুই সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৯ রান করে শেখ জামাল। ১২০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। তাঁর ইনিংসে ছিল ৬ ছক্কা এবং ৭ চার। আরেক অপরাজিত সেঞ্চুরিয়ান তাইবুর করেছেন ১০২ রান। ৩ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েও রিশাদ হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ১৩ রানের জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করে তানজীদ হাসান তামিমের সর্বোচ্চ ৪২ রান এবং রিশাদের ৩৩ রানের সৌজন্য ১৩৮ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ৩টি করে উইকেট নিয়েছেন গাজী গ্রুপের আবদুল গজফ্ফর সাকলাইন।
বোলাররা নিজেদের কাজটা দুর্দান্ত করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণে জয় পাওয়া হয়নি গাজী গ্রুপের। ৩০০ বলে ১৩৯ রানের লক্ষ্য নেমে মাত্র ১২৫ রানে অলআউট তারা। তাদের আসলে জয়টা পেতে দেননি লেগ স্পিনার রিশাদ। তাঁর ঘূর্ণিতেই গাজীর টপ অর্ডার ধসে যায়। ৩১ রানে ৪ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার তিনি। ম্যাচ শেষে অবধারিতভাবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ২১ বছর বয়সী উদীয়মান স্পিনার। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন গাজীর দুই ওপেনারকে ফেরানো আরেক স্পিনার আরাফাত সানি। ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। গাজীর হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন নিজের সবশেষ ম্যাচ সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান।
সুপার লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। লিটন দাস ও তাওহীদ হৃদয়ে ফিফটিতে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। ১৭৯ রানের লক্ষ্যে নামা আবাহনীর ৬৯ বল হাতে রেখে জয় পাওয়ার ম্যাচে লিটন-হৃদয়ের ফিফটির চিত্র ছিল বিপরীত। বিশ্রাম শেষে মিরপুরের ম্যাচ দিয়ে ফেরা লিটন ৫৬ রানের ইনিংসটি খেলেন ১০৬ বলে। অন্যদিকে হৃদয় ৫৫ রানের ঝোড়ো ইনিংসটি খেলেন ২৭ বলে। বাংলাদেশি ব্যাটার ৪৬ রানই করেন ৪ চার ও ৫ ছক্কায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে জাকির হাসান (৬৮) এবং মুশফিকুর রহিম (৪৪) সেই ধাক্কা সামলে নিলেও দুজন আউট হওয়ার পর প্রাইম ব্যাংক ১৭৮ রানে অলআউট হয়ে যায়। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার শরিফুলই হয়েছেন ম্যাচসেরা।
জোড়া সেঞ্চুরি করেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হার দেখতে হলো দুই ব্যাটার সাইফ হাসান ও তাইবুর রহমানকে। সুপার লিগের প্রথম ম্যাচে দুই সেঞ্চুরিয়ানকে এমন হতাশা ‘উপহার’ দিয়েছেন মাহীদুল ইসলাম অঙ্কন।
ফতুল্লায় অঙ্কনের সেঞ্চুরিতেই শেখ জামালের দুই সেঞ্চুরিয়ানের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়েছে। তাঁর সেঞ্চুরি এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ফিফটিতে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৬০ রানের লক্ষ্যে অবশ্য শুরুটা ভালো ছিল না মোহামেডানের। দলীয় ৩৫ রানের মাথায় ড্রেসিংরুমে ফিরতে হয় ইমরুল কায়েসকে। ১৫ রানে শিপন মন্ডলের শিকার হন মোহামেডানের অধিনায়ক। পরে আরও ২ উইকেট হারিয়ে একটা সময় ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।
সেখান থেকে চতুর্থ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন অঙ্কন-মাহমুদউল্লাহ। তাঁদের ১৭৯ রানের জুটিতেই মূলত জয়ের লক্ষ্যেও পৌঁছে যায় মোহামেডান। দুর্দান্ত এই জুটি গড়ার পথে ১০১ রান করে আউট হন অঙ্কন। ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা এবং ৫ চারে। সতীর্থ ফিরলেও বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ জয় নিয়েই মাঠ ছেড়েছেন। অপরাজিত ৮৭ রানের ইনিংসটি সাজিয়েছেন সমান ৩টি করে চার ও ছক্কায়। ২ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জয় এনে দেওয়া আরিফুল হক অপরাজিত থাকেন ৪ রানে।
এর আগে প্রথমে ব্যাট করে দুই সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৯ রান করে শেখ জামাল। ১২০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। তাঁর ইনিংসে ছিল ৬ ছক্কা এবং ৭ চার। আরেক অপরাজিত সেঞ্চুরিয়ান তাইবুর করেছেন ১০২ রান। ৩ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েও রিশাদ হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ১৩ রানের জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করে তানজীদ হাসান তামিমের সর্বোচ্চ ৪২ রান এবং রিশাদের ৩৩ রানের সৌজন্য ১৩৮ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ৩টি করে উইকেট নিয়েছেন গাজী গ্রুপের আবদুল গজফ্ফর সাকলাইন।
বোলাররা নিজেদের কাজটা দুর্দান্ত করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণে জয় পাওয়া হয়নি গাজী গ্রুপের। ৩০০ বলে ১৩৯ রানের লক্ষ্য নেমে মাত্র ১২৫ রানে অলআউট তারা। তাদের আসলে জয়টা পেতে দেননি লেগ স্পিনার রিশাদ। তাঁর ঘূর্ণিতেই গাজীর টপ অর্ডার ধসে যায়। ৩১ রানে ৪ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার তিনি। ম্যাচ শেষে অবধারিতভাবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ২১ বছর বয়সী উদীয়মান স্পিনার। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন গাজীর দুই ওপেনারকে ফেরানো আরেক স্পিনার আরাফাত সানি। ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। গাজীর হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন নিজের সবশেষ ম্যাচ সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান।
সুপার লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। লিটন দাস ও তাওহীদ হৃদয়ে ফিফটিতে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। ১৭৯ রানের লক্ষ্যে নামা আবাহনীর ৬৯ বল হাতে রেখে জয় পাওয়ার ম্যাচে লিটন-হৃদয়ের ফিফটির চিত্র ছিল বিপরীত। বিশ্রাম শেষে মিরপুরের ম্যাচ দিয়ে ফেরা লিটন ৫৬ রানের ইনিংসটি খেলেন ১০৬ বলে। অন্যদিকে হৃদয় ৫৫ রানের ঝোড়ো ইনিংসটি খেলেন ২৭ বলে। বাংলাদেশি ব্যাটার ৪৬ রানই করেন ৪ চার ও ৫ ছক্কায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে জাকির হাসান (৬৮) এবং মুশফিকুর রহিম (৪৪) সেই ধাক্কা সামলে নিলেও দুজন আউট হওয়ার পর প্রাইম ব্যাংক ১৭৮ রানে অলআউট হয়ে যায়। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার শরিফুলই হয়েছেন ম্যাচসেরা।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১৫ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৫ ঘণ্টা আগে