অনলাইন ডেস্ক
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।
তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।
আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।
তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।
আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে