অনলাইন ডেস্ক
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।
তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।
আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।
তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।
আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে