নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ঢাকার প্রথম পর্বের চেয়ে যেন উল্টো পথে হাঁটছে চট্টগ্রাম-পর্ব। দিনের ম্যাচ রান হচ্ছে তো রাতে প্রায় লো-স্কোরিং। ঢাকায় তুলনামূলক রাতের ম্যাচে বেশি রান হয়েছে। সে যাই হোক, পরশু হোম গ্রাউন্ডে হারের পর জয়ে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটরসকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ঢাকার ইনিংস যেমন থেমেছে ১৫৮ রানে। ৯.২ ওভার পর্যন্ত ঢাকা কোনো উইকেট হারায়নি। তবে রান তোলার গতি ছিল ধীর। দুই ওপেনারের ৬০ রানের জুটি ভাঙে মিজানুর রহমান ৩৩ বলে ২৮ রানে আউট হলে। আরেক ওপেনার উসমান গণির রান তখন ২২ বলে ৩০। পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। এই আফগান ব্যাটার ৪ ছক্কার বিপরীতে মেরেছেন ২টি চার।
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ব্যর্থতা সঙ্গী করেছেন। নাসির হোসেন ও আরিফুল হকের জুটি ঢাকাকে লড়ার মতো সংগ্রহ এনে দেয়। পঞ্চম উইকেটে দুজন ৩০ রান যোগ করেন। নাসির ৩০ রানে ফেরেন। নাসিরের আউটের পর আরও ২৩ রান যোগ করে ঢাকা। ১৯ রানই এসেছে আরিফুলের ব্যাট থেকে। ১৮ বলে তিনি ২৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা।
তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলে ফেলে চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন আফিফ হোসেন। উসমান ২১ বলে ২২ রানে আউট হন। তবে মিডল অর্ডার থেকে তিনে প্রমোশন পেয়ে এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটি করেন আফিফ। তাঁকে যোগ্য সঙ্গ দেন দারবিশ রাসুলি। তবু শেষ ৪ ওভারে ৩৯ রান দরকার ছিল চট্টগ্রামের। ৯ বলের ঝড়ে হিসেব মিলিয়ে নেন রাসুলি। আফিফ অপরাজিত থাকেন ৬৯ রানে, রাসুলি ৫৬ রানে।
ঢাকার প্রথম পর্বের চেয়ে যেন উল্টো পথে হাঁটছে চট্টগ্রাম-পর্ব। দিনের ম্যাচ রান হচ্ছে তো রাতে প্রায় লো-স্কোরিং। ঢাকায় তুলনামূলক রাতের ম্যাচে বেশি রান হয়েছে। সে যাই হোক, পরশু হোম গ্রাউন্ডে হারের পর জয়ে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটরসকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ঢাকার ইনিংস যেমন থেমেছে ১৫৮ রানে। ৯.২ ওভার পর্যন্ত ঢাকা কোনো উইকেট হারায়নি। তবে রান তোলার গতি ছিল ধীর। দুই ওপেনারের ৬০ রানের জুটি ভাঙে মিজানুর রহমান ৩৩ বলে ২৮ রানে আউট হলে। আরেক ওপেনার উসমান গণির রান তখন ২২ বলে ৩০। পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। এই আফগান ব্যাটার ৪ ছক্কার বিপরীতে মেরেছেন ২টি চার।
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ব্যর্থতা সঙ্গী করেছেন। নাসির হোসেন ও আরিফুল হকের জুটি ঢাকাকে লড়ার মতো সংগ্রহ এনে দেয়। পঞ্চম উইকেটে দুজন ৩০ রান যোগ করেন। নাসির ৩০ রানে ফেরেন। নাসিরের আউটের পর আরও ২৩ রান যোগ করে ঢাকা। ১৯ রানই এসেছে আরিফুলের ব্যাট থেকে। ১৮ বলে তিনি ২৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা।
তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলে ফেলে চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন আফিফ হোসেন। উসমান ২১ বলে ২২ রানে আউট হন। তবে মিডল অর্ডার থেকে তিনে প্রমোশন পেয়ে এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটি করেন আফিফ। তাঁকে যোগ্য সঙ্গ দেন দারবিশ রাসুলি। তবু শেষ ৪ ওভারে ৩৯ রান দরকার ছিল চট্টগ্রামের। ৯ বলের ঝড়ে হিসেব মিলিয়ে নেন রাসুলি। আফিফ অপরাজিত থাকেন ৬৯ রানে, রাসুলি ৫৬ রানে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে