টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেই বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। যার মধ্যে সাকিব আল হাসান খেলছেন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সুদূর যুক্তরাষ্ট্রে বসেই আইসিসির সুখবর পেলেন সাকিব।
আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে দেখা গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন ৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ২০৬। অথচ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে নামার সুযোগই হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অবস্থান করছেন। লঙ্কান অলরাউন্ডারও বিশ্বকাপের পর এক ম্যাচ খেলেননি আন্তর্জাতিক ক্রিকেটে।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২১১ ও ২০৮ রেটিং নিয়ে দুই ও তিনে আছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। স্টয়নিস-রাজা দুজনেই সাকিবের মতো এক ধাপ করে এগিয়েছেন। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে ৪-১ ব্যবধানে হারলেও রাজা ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখেছেন। অতটা আহামরি না হলেও বোলিংয়ে তুলনামূলক উজ্জ্বল ছিলেন রাজা। ৮.৪৭ ইকোনমিতে নেন ৬ উইকেট। রবি বিষ্ণুই, আবেশ খান, ব্লেসিং মুজারাবানির সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন সিরিজে উইকেট শিকারীর তালিকায়। ১৮ গড় ও ১১৩.৯২ স্ট্রাইকরেটে করেন ৯০ রান।
জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বড় লাফ দিয়েছেন শুবমান গিল। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন গিল। ভারতীয় ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৩৩। সিরিজে সর্বোচ্চ ১৭০ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫০ ও ১২৫.৯২। দুটি ফিফটি করেছেন। জিম্বাবুয়ে সফরে ভারত যে ‘দ্বিতীয় সারির দল’ পাঠায়, সেই দলের অধিনায়ক ছিলেন তিনিই।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন ভারতের তিন ক্রিকেটার। ৭৯৭ রেটিং নিয়ে আগের মতোই দুইয়ে আছেন সূর্যকুমার যাদব। চার ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। হারারেতে ১৩ জুলাই সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত যে ১০ উইকেটের জয় পায়, সেই ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করে ম্যাচসেরা হয়েছেন জয়সওয়াল। ১৩ চারের পাশাপাশি ছিল দুই ছয়ের মার। ৮ নম্বরে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের রেটিং ৬৮৪। তিনি এক ধাপ পিছিয়েছেন। সমান ৭৯৭ রেটিং নিয়ে সূর্যর সঙ্গে যৌথভাবে দুইয়ে ফিল সল্ট। সল্ট এগিয়েছেন এক ধাপ। ৮৪৪ রেটিং নিয়ে বরাবরের মতোই টি-টোয়েন্টিতে শীর্ষ ব্যাটার ট্রাভিস হেড।
৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষে আদিল রশিদ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ৯ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন আলজারি জোসেফ। মোস্তাফিজুর রহমান তিন ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের বাহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬২০।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেই বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। যার মধ্যে সাকিব আল হাসান খেলছেন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সুদূর যুক্তরাষ্ট্রে বসেই আইসিসির সুখবর পেলেন সাকিব।
আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে দেখা গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন ৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ২০৬। অথচ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে নামার সুযোগই হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অবস্থান করছেন। লঙ্কান অলরাউন্ডারও বিশ্বকাপের পর এক ম্যাচ খেলেননি আন্তর্জাতিক ক্রিকেটে।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২১১ ও ২০৮ রেটিং নিয়ে দুই ও তিনে আছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। স্টয়নিস-রাজা দুজনেই সাকিবের মতো এক ধাপ করে এগিয়েছেন। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে ৪-১ ব্যবধানে হারলেও রাজা ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখেছেন। অতটা আহামরি না হলেও বোলিংয়ে তুলনামূলক উজ্জ্বল ছিলেন রাজা। ৮.৪৭ ইকোনমিতে নেন ৬ উইকেট। রবি বিষ্ণুই, আবেশ খান, ব্লেসিং মুজারাবানির সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন সিরিজে উইকেট শিকারীর তালিকায়। ১৮ গড় ও ১১৩.৯২ স্ট্রাইকরেটে করেন ৯০ রান।
জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বড় লাফ দিয়েছেন শুবমান গিল। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন গিল। ভারতীয় ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৩৩। সিরিজে সর্বোচ্চ ১৭০ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫০ ও ১২৫.৯২। দুটি ফিফটি করেছেন। জিম্বাবুয়ে সফরে ভারত যে ‘দ্বিতীয় সারির দল’ পাঠায়, সেই দলের অধিনায়ক ছিলেন তিনিই।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন ভারতের তিন ক্রিকেটার। ৭৯৭ রেটিং নিয়ে আগের মতোই দুইয়ে আছেন সূর্যকুমার যাদব। চার ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। হারারেতে ১৩ জুলাই সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত যে ১০ উইকেটের জয় পায়, সেই ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করে ম্যাচসেরা হয়েছেন জয়সওয়াল। ১৩ চারের পাশাপাশি ছিল দুই ছয়ের মার। ৮ নম্বরে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের রেটিং ৬৮৪। তিনি এক ধাপ পিছিয়েছেন। সমান ৭৯৭ রেটিং নিয়ে সূর্যর সঙ্গে যৌথভাবে দুইয়ে ফিল সল্ট। সল্ট এগিয়েছেন এক ধাপ। ৮৪৪ রেটিং নিয়ে বরাবরের মতোই টি-টোয়েন্টিতে শীর্ষ ব্যাটার ট্রাভিস হেড।
৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষে আদিল রশিদ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ৯ পর্যন্ত কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন আলজারি জোসেফ। মোস্তাফিজুর রহমান তিন ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের বাহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬২০।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে