শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’
সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।
শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’
সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে