Ajker Patrika

‘ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো শ্রীলঙ্কার জন্য অপমানজনক’ 

আপডেট : ০২ জুলাই ২০২১, ২১: ৫০
‘ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো শ্রীলঙ্কার জন্য অপমানজনক’ 

শ্রীলঙ্কায় সাদা বলের ক্রিকেট খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাঠিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ একটি দল। এতেই খেপেছেন অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, যেটি শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য অপমানজনক!

ভারত একই সঙ্গে ভিন্ন সংস্করণের দুটি ভিন্ন দল দুই দেশে খেলতে পাঠিয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে একটি দল ইংল্যান্ডে আছে পাঁচ টেস্টের সিরিজ খেলতে। আরেকটি দল শিখর ধাওয়ানের নেতৃত্বে গেছে শ্রীলঙ্কায়। যেখানে বিরাট, রোহিত তো নেই–ই; মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটাররাও নেই। শ্রীলঙ্কা সিরিজে রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড়িক্কাল, চেতন সাকারিয়ার মতো নতুন মুখ আছে। 

শ্রীলঙ্কা সফরের ভারত দল দেখে খেপেছেন রানাতুঙ্গা! বলছেন, ‘ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে আর শ্রীলঙ্কায় পাঠিয়েছে দুর্বল দল। দ্বিতীয় সারির এই ভারতীয় দলের খেলতে আসা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য খুবই অপমানজনক! টেলিভিশন বিজ্ঞাপন থেকে আয় করতেই তাদের সঙ্গে সিরিজ আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন এর জন্য দায়ী।’ 

শ্রীলঙ্কা সফরে ভারত নতুন কোচ হিসেবে পাঠিয়েছে রাহুল দ্রাবিড়কে। ১৩ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হবে। ২৫ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে ভারতের। সব ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত