Ajker Patrika

সাকিব ফিরে আসবেন তাঁর মতো করেই, বলছেন শিশির

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৩: ০৪
সাকিব ফিরে আসবেন তাঁর মতো করেই, বলছেন শিশির

আরেকটি লো-স্কোরিং ম্যাচে গতকাল বাংলাদেশ আর জিততে পারেনি, ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারের পর কালই প্রথম জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিনটা পার করেছেন, হয়তো অস্বীকার করবেন না সাকিব আল হাসানও।

ব্যাটিংয়ে ১৫ রানের পর বোলিংয়ে ৪ ওভারে ৫০ রান দিয়েছেন সাকিব। বিশেষ করে আলোচনায় তাঁর ওভারে ৫ ছক্কা খাওয়াটা। সাকিবের এমন একটা বাজে দিনে সব সময়ের মতো পাশেই আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিজের মতোই সাকিব ঘুরে দাঁড়াবেন, আশা শিশিরের। কাল ম্যাচ শেষে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সত্যটা হচ্ছে, সে (সাকিব) যখন ভালো করে, জয় আসে। যখন সে এটা করতে পারে না, হেরে যেতে হয়। যখন সেখানে (দলে) দুর্দান্ত কোনো অবদান রাখতে পারে না, জয় পাওয়া কঠিন হয়ে পড়ে। আসল কথা হচ্ছে, চিন্তার কিছু নেই। বাকি ম্যাচে সাকিব নিজের মতো ঘুরে দাঁড়াবে।’

আগের তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মাঝারি ইনিংস খেলেছেন সাকিব। কাল অবশ্য উল্টো ডট বলের চাপে পড়েছেন। দশম ওভারে যখন বিদায় নিয়েছেন, বাংলাদেশের রান ৪৮। সাকিব করেছেন ১৫ রান। ততক্ষণে বল খেলে ফেলেছেন ২৬টি।

সাকিবের মতো অলরাউন্ডারদের একটা সুবিধা, যেদিন ব্যাটিংয়ে কাজ হবে না, সেদিন বোলিংয়ে পুষিয়ে দেন। কাল সেই বোলিংয়েও ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটা পার করেছেন সাকিব। বাংলাদেশের ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও রান করতে খাবি খেয়েছেন। মোস্তাফিজ-নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা সময় ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। কিন্তু সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো দিয়ে ফেললেন ৪ ওভারে ৫০ রান।

 কাল অবশ্য আরও একটি `প্রথমে' যোগ হয়েছে সাকিবের নাম। এক ওভারে ৫টি ছক্কা খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ানের কাছে। সাকিবের এই ওভার থেকে ক্রিস্টিয়ান নিয়েছেন ৩০ রান। ওভারে ৫ ছক্কা সাকিবের জন্য এবারই প্রথম হলেও ৩০ রান আগেও একবার দিয়েছিলেন। ২০১৯ সালে জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন।

শিশিরের মতো বাংলাদেশের দর্শকও চাইবেন, পরের ম্যাচেই সাকিব আবার ফিরবেন চেনা ছন্দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত