যে বয়সে নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর কথা সেই বয়সে এসে কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জিব্রাল্টারের এক নারী ক্রিকেটারের। অবিশ্বাস্য হলেও সত্য ৬৬ বছর বয়সে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়েছিল স্যালি বার্টনের।
অথচ তিন নাতি-নাতনির সঙ্গে অবসর সময় কাটানোর বয়স বার্টনের। গত ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক ব্যাটারের অভিষেক হয়। সেদিন তাঁর দল প্রতিপক্ষের বিপক্ষে ১২৮ রানের জয় পেলেও বার্টনের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। আর উইকেটের পেছনে গ্লাভস হাতে কোনো ডিসমিসালে অবদান রাখতে না পারলেও কৃত্রিম পিচে ভালোই করেছেন তিনি।
নারী ক্রিকেটে তো অবশ্যই নারী-পুরুষ উভয় মিলে এখন বেশি বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার বার্টন। অভিষেকের দিন তাঁর বয়স ছিল ৬৬ বছর ৩৩৪ দিন। অভিষেকের বিষয়ে বিবিসিকে তিনি বলেছেন, ‘আমার ডিকশনারিতে প্রবীণ বা প্রৌঢ় শব্দ নেই। তবে এটা ঠিক আমি কখনো ভাবিনি ষাটোর্ধ্ব বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। কিন্তু এটা দেখিয়েছে যে ক্রীড়াঙ্গনে থামার কোনো বয়স নেই।’
বার্টনের আগে এত দিন রেকর্ডের মালিক ছিলেন আকবর সৈয়দ। পর্তুগালের হয়ে ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। নারী ক্রিকেটে গত বছর এই রেকর্ডটি ছিল ফিলিপ্পা স্টাহেলিনেুর। গত বছর গার্নসির হয়ে জার্সির বিপক্ষে ৬২ বছর ২৮ দিন বয়সে অভিষেক হয়েছিল এই নারী অলরাউন্ডারের।
নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিন ফুটবল, ব্যাডমিন্টন, সাইক্লিং এবং হাঁটাহাঁটি করেন বার্টন। সঙ্গে ফিটনেস ধরে রাখার বিষয়ে আরেকটি গোপন পন্থার কথা বলেছেন তিনি। আর সেটা হচ্ছে ডার্ক চকলেট। গতকাল ৬৭ বছরে পা দেওয়া উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দুই বর্গক্ষেত্রের ডার্ক চকলেট খাই। আমি মনে করি এটি মস্তিষ্ক ও হার্টের জন্য ভালো। এ ছাড়া ওজনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।’
যে বয়সে নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর কথা সেই বয়সে এসে কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জিব্রাল্টারের এক নারী ক্রিকেটারের। অবিশ্বাস্য হলেও সত্য ৬৬ বছর বয়সে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়েছিল স্যালি বার্টনের।
অথচ তিন নাতি-নাতনির সঙ্গে অবসর সময় কাটানোর বয়স বার্টনের। গত ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক ব্যাটারের অভিষেক হয়। সেদিন তাঁর দল প্রতিপক্ষের বিপক্ষে ১২৮ রানের জয় পেলেও বার্টনের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। আর উইকেটের পেছনে গ্লাভস হাতে কোনো ডিসমিসালে অবদান রাখতে না পারলেও কৃত্রিম পিচে ভালোই করেছেন তিনি।
নারী ক্রিকেটে তো অবশ্যই নারী-পুরুষ উভয় মিলে এখন বেশি বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার বার্টন। অভিষেকের দিন তাঁর বয়স ছিল ৬৬ বছর ৩৩৪ দিন। অভিষেকের বিষয়ে বিবিসিকে তিনি বলেছেন, ‘আমার ডিকশনারিতে প্রবীণ বা প্রৌঢ় শব্দ নেই। তবে এটা ঠিক আমি কখনো ভাবিনি ষাটোর্ধ্ব বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। কিন্তু এটা দেখিয়েছে যে ক্রীড়াঙ্গনে থামার কোনো বয়স নেই।’
বার্টনের আগে এত দিন রেকর্ডের মালিক ছিলেন আকবর সৈয়দ। পর্তুগালের হয়ে ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। নারী ক্রিকেটে গত বছর এই রেকর্ডটি ছিল ফিলিপ্পা স্টাহেলিনেুর। গত বছর গার্নসির হয়ে জার্সির বিপক্ষে ৬২ বছর ২৮ দিন বয়সে অভিষেক হয়েছিল এই নারী অলরাউন্ডারের।
নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিন ফুটবল, ব্যাডমিন্টন, সাইক্লিং এবং হাঁটাহাঁটি করেন বার্টন। সঙ্গে ফিটনেস ধরে রাখার বিষয়ে আরেকটি গোপন পন্থার কথা বলেছেন তিনি। আর সেটা হচ্ছে ডার্ক চকলেট। গতকাল ৬৭ বছরে পা দেওয়া উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দুই বর্গক্ষেত্রের ডার্ক চকলেট খাই। আমি মনে করি এটি মস্তিষ্ক ও হার্টের জন্য ভালো। এ ছাড়া ওজনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে