নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
প্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২২ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২ ঘণ্টা আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে