ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে এমসিসির ২০১৭-এর তৃতীয় সংস্করণের ধারা আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া। যেখানে বৈধতা পাচ্ছে ‘মানকাডিং’ আউট এবং বন্ধ হচ্ছে বলে লালার ব্যবহার। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকরী হবে।
‘মানকাডিং’ আউট: বোলিং সম্পূর্ণ করার আগে প্রায়ই নন স্ট্রাইকের উইকেট ভেঙে দিতেন ভিনু মানকড়। তাঁর নামানুসারে একে নাম দেওয়া হয় ‘মানকাডিং’ আউট। অনেকে এই আউটকে এত দিন ক্রিকেট স্পিরিটের পরিপন্থী মনে করতেন। তবে এই বিতর্কিত আউটকে এখন বৈধতা দেওয়া হচ্ছে। এখন তা সাধারণ রান আউটের মর্যাদা পাবে।
ক্যাচ আউটের সময় ব্যাটারের অবস্থান: ফিল্ডার ক্যাচ ধরার সময় ব্যাটাররা অবস্থান পরিবর্তন করলেন কি না তা এখন থেকে বিবেচনা করা হবে না। চলমান নিয়ম অনুযায়ী, ক্যাচ হওয়ার আগে যদি দুই ব্যাটার নিজেদের ক্রস করেন তবে নতুন ব্যাটার নন স্ট্রাইকে খেলা শুরু করেন। তবে এখন থেকে নতুন ব্যাটার সব সময় আউট হওয়া ব্যাটারের প্রান্তেই দাঁড়াবেন।
বলে লালার ব্যবহার নিষিদ্ধ: কোভিডের কারণে বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর আগের সেই নিয়মকে এবার স্থায়ী করা হচ্ছে।
সময় কমল ব্যাটারদের: টেস্ট ও ওয়ানডেতে উইকেট পতনের পর নতুন ব্যাটার স্ট্রাইক প্রান্ত আসার জন্য আগে তিন মিনিট সময় পেতেন। তবে এখন সে সময় কমেছে। এখন এ দুই ফরম্যাটের নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে মাঠে থাকতে হবে। আর টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে মাঠে উপস্থিত থাকার নিয়ম অপরিবর্তিত থাকছে।
রান জরিমানা: বোলার বোলিংয়ের সময় কোনো ফিল্ডার যদি নিয়মবহির্ভূত ও ইচ্ছাকৃত নড়াচড়া করেন তবে ফিল্ডিং দলকে রান জরিমানা করা হবে। ব্যাটিংয়ে থাকা দলকে ৫ রান পুরস্কার দেওয়া হবে। আর বলটি ‘ডেড’ ডাকা হবে না।
স্ট্রাইকে থাকা ব্যাটারকে রানআউট চেষ্টা বাতিল: আগের নিয়ম অনুযায়ী, বোলার বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই যদি দেখেন, স্ট্রাইকে থাকা ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তখন তিনি বল না করে থ্রোয়ে ব্যাটারকে রানআউটের চেষ্টা করতে পারতেন। তবে এখন তা করা যাবে না। ডেলিভারিটি ‘ডেড বল’ ডাকবেন আম্পায়ার।
ওভার-রেট পেনাল্টি: ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ না করলে বৃত্তের মধ্যে একজন ফিল্ডার নিয়ে আসতে হবে। টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। ওয়ানডেতে এই নিয়ম চালু হবে ২০২৩ বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার পরে।
ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে এমসিসির ২০১৭-এর তৃতীয় সংস্করণের ধারা আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া। যেখানে বৈধতা পাচ্ছে ‘মানকাডিং’ আউট এবং বন্ধ হচ্ছে বলে লালার ব্যবহার। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকরী হবে।
‘মানকাডিং’ আউট: বোলিং সম্পূর্ণ করার আগে প্রায়ই নন স্ট্রাইকের উইকেট ভেঙে দিতেন ভিনু মানকড়। তাঁর নামানুসারে একে নাম দেওয়া হয় ‘মানকাডিং’ আউট। অনেকে এই আউটকে এত দিন ক্রিকেট স্পিরিটের পরিপন্থী মনে করতেন। তবে এই বিতর্কিত আউটকে এখন বৈধতা দেওয়া হচ্ছে। এখন তা সাধারণ রান আউটের মর্যাদা পাবে।
ক্যাচ আউটের সময় ব্যাটারের অবস্থান: ফিল্ডার ক্যাচ ধরার সময় ব্যাটাররা অবস্থান পরিবর্তন করলেন কি না তা এখন থেকে বিবেচনা করা হবে না। চলমান নিয়ম অনুযায়ী, ক্যাচ হওয়ার আগে যদি দুই ব্যাটার নিজেদের ক্রস করেন তবে নতুন ব্যাটার নন স্ট্রাইকে খেলা শুরু করেন। তবে এখন থেকে নতুন ব্যাটার সব সময় আউট হওয়া ব্যাটারের প্রান্তেই দাঁড়াবেন।
বলে লালার ব্যবহার নিষিদ্ধ: কোভিডের কারণে বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর আগের সেই নিয়মকে এবার স্থায়ী করা হচ্ছে।
সময় কমল ব্যাটারদের: টেস্ট ও ওয়ানডেতে উইকেট পতনের পর নতুন ব্যাটার স্ট্রাইক প্রান্ত আসার জন্য আগে তিন মিনিট সময় পেতেন। তবে এখন সে সময় কমেছে। এখন এ দুই ফরম্যাটের নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে মাঠে থাকতে হবে। আর টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে মাঠে উপস্থিত থাকার নিয়ম অপরিবর্তিত থাকছে।
রান জরিমানা: বোলার বোলিংয়ের সময় কোনো ফিল্ডার যদি নিয়মবহির্ভূত ও ইচ্ছাকৃত নড়াচড়া করেন তবে ফিল্ডিং দলকে রান জরিমানা করা হবে। ব্যাটিংয়ে থাকা দলকে ৫ রান পুরস্কার দেওয়া হবে। আর বলটি ‘ডেড’ ডাকা হবে না।
স্ট্রাইকে থাকা ব্যাটারকে রানআউট চেষ্টা বাতিল: আগের নিয়ম অনুযায়ী, বোলার বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই যদি দেখেন, স্ট্রাইকে থাকা ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তখন তিনি বল না করে থ্রোয়ে ব্যাটারকে রানআউটের চেষ্টা করতে পারতেন। তবে এখন তা করা যাবে না। ডেলিভারিটি ‘ডেড বল’ ডাকবেন আম্পায়ার।
ওভার-রেট পেনাল্টি: ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ না করলে বৃত্তের মধ্যে একজন ফিল্ডার নিয়ে আসতে হবে। টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। ওয়ানডেতে এই নিয়ম চালু হবে ২০২৩ বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার পরে।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
২ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
২ ঘণ্টা আগে