Ajker Patrika

অর্ধেকের বেশি বল খেলে রিজওয়ানের ৭৪, হারল কোথায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৫
ছবি: এএফপি
ছবি: এএফপি

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছে পাকিস্তান। ডেভিড মিলার ও জর্জ লিন্ডের ঝোড়ো ব্যাটিংয়ে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৪০ বলে ৮ ছক্কা ও ৪টি চারে ৮২ রান করেছেন মিলার। লিন্ডে ৪টি চার ও ৩ ছক্কায় ২৪ বলে করেছেন ৪৮ রান। ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১৭২ রানে থামে পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় ওভারে বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান (০)। তিন নম্বরে নেমে ১৫ বলে ৩১ রানের ছোটখাটো এক ঝোড়ো ইনিংস খেলে দলকে ভালো অবস্থা রেখে ফেরেন সায়েম আইয়ুব। একপ্রান্ত আগলে ধরে রাখেন মোহাম্মদ রিজওয়ান। মিডল অর্ডারে তায়্যেব তাহির করেছেন ১৮ বলে ১৮ রান।

১৬ ওভারে ৪ উইকেটে ১২৪ রান ছিল পাকিস্তানের। মনে হচ্ছিল, ম্যাচটি সহজেই হারবে পাকিস্তান। ৪৯ বলে তখন রিজওয়ানের ৪৬ রান! তবে নাটকীয়তা ১৭তম ওভারে। নো বল ও দুটি রানআউট হাতছাড়াসহ ২৪ রান দেন পেসার কোয়ানা মাফাকা। জয়ের আশা দারুণভাবে জাগিয়ে তোলে পাকিস্তান। শেষ ৩ ওভার থেকে তাদের প্রয়োজন ৩৬ রান। উইকেটে সেট ব্যাটার রিজওয়ান ও ওপরের দিকে প্রমোশন পাওয়া শাহিন শাহ আফ্রিদি।

কিন্তু দৃশ্যপট বদলে গেল ১৮তম ওভারে। জর্জ লিন্ডে ঘূর্ণি জাদুতে সেই ওভারে ৫ রানের বিপরীতে নেন তিন উইকেট। শাহিন আফ্রিদি ফেরেন স্টাম্পড হয়ে। ইরফান খান ক্যাচ দেওয়ার পরের বলে এলবিডব্লিউ হন আব্বাস আফ্রিদি। শেষ বলে হারিস রউফকে এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার, হ্যাটট্রিকের আনন্দে মাতেন লিন্ডে। তবে রউফ রিভিউ নেওয়ার পর দেখা যায়, বল স্টাম্প মিস করে যেত। আবার আউট বাতিল করেন আম্পায়ার। মূলত এই ওভারেই ম্যাচের গতিপথ বদলে যায়।

১৯তম ওভারে তিনটি চারে ১২ রান নিয়ে আশা বাঁচিয়ে রাখেন রিজওয়ান। শেষ ওভারে জিততে ১৯ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। কিন্তু দ্বিতীয় বলে রিজওয়ান আউট হলে ম্যাচ তখনই কার্যত জিতে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক রিজওয়ান ৬১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেছেন ৭৪ রান। অর্থাৎ ইনিংসের ১২০ বলের মধ্যে ৫০.৮৩ শতাংশ বলই খেলেছেন তিনি (অর্ধকের বেশি বল খেলেছেন)। তবে দলের হারে তাঁর অতি ধীরগতির ব্যাটিংয়ের প্রভাবও কিছুটা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত