Ajker Patrika

‘এ’ দলের শুরু মুমিনুল মিরাজকে ছাড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৬
‘এ’ দলের শুরু মুমিনুল মিরাজকে ছাড়াই

লম্বা সময় পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। তাদের অবশ্য শুরু করতে হচ্ছে অধিনায়ক মুমিনুল হককে ছাড়াই।

এইচপির বিপক্ষে আজ দুপুরে চট্টগ্রামে রওনা দেওয়ার কথা ‘এ’ দলের। জানা গেছে, বাবার অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না মুমিনুল। ১৬ সেপ্টেম্বর শুরু প্রথম চার দিনের ম্যাচটি তাই খেলা হবে না ‘এ’ দলের অধিনায়কের। মুমিনুল খেলতে পারেন একই দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচটি। মায়ের অসুস্থতায় এই সিরিজের শুরুতে থাকা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও।

গত জুনে জিম্বাবুয়ে সফর থেকে এসে আর মাঠে নামা হয়নি মুমিনুলের। এইচপির বিপক্ষে সিরিজে শুরুতে না থাকলেও লম্বা সময় পরে খেলায় ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি মুমিনুল। গতকাল তিনি বলছিলেন, ‘লম্বা সময়ে টেকনিক্যাল জায়গায় উন্নতির কাজ করছি। আমি লম্বা বিরতির ব্যাপারে অভ্যস্ত। নতুনদের অনেকের মাঝে এটা প্রভাব পড়লেও পড়তে পারে। তবে ওরাও ধীরে ধীরে মানিয়ে নেবে।’

মুমিনুলের জায়গায় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্তর। মুমিনুলের মতো তিনিও লম্বা বিরতির পর খেলায় ফিরছেন। শান্ত বললেন, ‘সত্যি বলতে, লম্বা বিরতি দিয়ে ফেরা সব সময়ই কঠিন। আবার শূন্য থেকে শুরু করা সব সময়ই কঠিন। এটা মেনে নিয়েছি। সামনে হলেও মেনে নিতে হবে। সে অনুযায়ী অনুশীলন করে নিজের ভুলগুলো নিয়ে কাজ করেছি।’

বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে পৌঁছেই দুই দিনের কোয়ারেন্টিনে থাকবে। ১৬ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচ শুরু। দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু ২৩ সেপ্টেম্বর। তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, আগামী ২ ও ৪ অক্টোবরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত