Ajker Patrika

সুস্থ আছেন রিজওয়ান, কাল থেকে করবেন অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৭
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। দুই দিন আগে ঢাকায় আসা শাদাব খান-ফখর জামানরা আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসেন। দলের সঙ্গে এলেও এখনো অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। আজ না করলেও আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের।

বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চর্যজনকভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস রিজওয়ানকে আজ বিশ্রামে রাখার কথা জানিয়েছেন। অনুশীলনে না থাকলেও দলের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আশা করি, আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারব।’ 

ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে স্লো উইকেটে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের কন্ডিশন স্পিনারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কন্ডিশন আর উইকেট নিয়ে প্রশ্নে রিজওয়ান জানালেন, ‘অতীতে এখনকার কন্ডিশন স্পিনারদের পক্ষে হাত বাড়িয়ে দিতে দেখেছি। বল গ্রিপ করে এবং স্পিন করে। নিজের দারুণ ফর্মে থাকা নিয়ে বলেছেন, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরে আমি খুবই খুশি। কিন্তু আমি আরও বেশি খুশি, দেশের হয়ে রেকর্ডটা করতে পেরে।’ 

বিশ্বকাপের সেমিফাইনালে হারার আগপর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল পাকিস্তান। দল হিসেবে দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে। নিজেদের শক্তিমত্তার কথা বলতে গিয়ে রিজওয়ান জানালেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উইকেট না হারানো আর বোলিংয়ে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া বিশ্বকাপে আমাদের মূল শক্তির জায়গা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত