নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। দুই দিন আগে ঢাকায় আসা শাদাব খান-ফখর জামানরা আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসেন। দলের সঙ্গে এলেও এখনো অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। আজ না করলেও আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের।
বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চর্যজনকভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস রিজওয়ানকে আজ বিশ্রামে রাখার কথা জানিয়েছেন। অনুশীলনে না থাকলেও দলের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আশা করি, আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারব।’
ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে স্লো উইকেটে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের কন্ডিশন স্পিনারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কন্ডিশন আর উইকেট নিয়ে প্রশ্নে রিজওয়ান জানালেন, ‘অতীতে এখনকার কন্ডিশন স্পিনারদের পক্ষে হাত বাড়িয়ে দিতে দেখেছি। বল গ্রিপ করে এবং স্পিন করে। নিজের দারুণ ফর্মে থাকা নিয়ে বলেছেন, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরে আমি খুবই খুশি। কিন্তু আমি আরও বেশি খুশি, দেশের হয়ে রেকর্ডটা করতে পেরে।’
বিশ্বকাপের সেমিফাইনালে হারার আগপর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল পাকিস্তান। দল হিসেবে দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে। নিজেদের শক্তিমত্তার কথা বলতে গিয়ে রিজওয়ান জানালেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উইকেট না হারানো আর বোলিংয়ে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া বিশ্বকাপে আমাদের মূল শক্তির জায়গা ছিল।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। দুই দিন আগে ঢাকায় আসা শাদাব খান-ফখর জামানরা আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসেন। দলের সঙ্গে এলেও এখনো অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। আজ না করলেও আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে এই উইকেটকিপার ব্যাটারের।
বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চর্যজনকভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস রিজওয়ানকে আজ বিশ্রামে রাখার কথা জানিয়েছেন। অনুশীলনে না থাকলেও দলের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আশা করি, আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারব।’
ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে স্লো উইকেটে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশের কন্ডিশন স্পিনারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কন্ডিশন আর উইকেট নিয়ে প্রশ্নে রিজওয়ান জানালেন, ‘অতীতে এখনকার কন্ডিশন স্পিনারদের পক্ষে হাত বাড়িয়ে দিতে দেখেছি। বল গ্রিপ করে এবং স্পিন করে। নিজের দারুণ ফর্মে থাকা নিয়ে বলেছেন, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরে আমি খুবই খুশি। কিন্তু আমি আরও বেশি খুশি, দেশের হয়ে রেকর্ডটা করতে পেরে।’
বিশ্বকাপের সেমিফাইনালে হারার আগপর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল পাকিস্তান। দল হিসেবে দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে। নিজেদের শক্তিমত্তার কথা বলতে গিয়ে রিজওয়ান জানালেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উইকেট না হারানো আর বোলিংয়ে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া বিশ্বকাপে আমাদের মূল শক্তির জায়গা ছিল।’
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে