Ajker Patrika

চুক্তি নবায়ন না করলে রাহুলের পদে বসতে পারেন লক্ষ্মণ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৭: ১১
চুক্তি নবায়ন না করলে রাহুলের পদে বসতে পারেন লক্ষ্মণ

আক্ষেপ নিয়েই ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন কোচ হয়ে।

কিন্তু দুবারই শূন্য হাতে ফিরতে হলো রাহুলকে। সামনে অবশ্য সুযোগ থাকছে তাঁর। কিন্তু সেই সুযোগ নিচ্ছেন না তিনি। ভারতের ডাগআউটে আর থাকতে চান না বলে নতুন করে চুক্তি করেননি ভারতের সাবেক ব্যাটার।

এতে বিশ্বকাপের ফাইনালই ভারতের কোচ হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে রাহুলের। ভারতীয় কোচ নিজে এখন পর্যন্ত কিছু না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে তাঁর পথচলা থামতে যাচ্ছে।

বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রাবিড় জানিয়েছেন, আর পূর্ণ মেয়াদে কোচ হতে আগ্রহী হন তিনি। খেলোয়াড় হিসেবে ২০ বছর দলের সঙ্গে ভ্রমণ করেছে। গত দুই বছরও কোচ হিসেবে একই কাজ করেছেন। নতুন করে আর এমনটি চান না তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে থাকতে পছন্দ করছেন তিনি, যদি আবারও সেই পদে ফেরেন তাহলে নিজ শহর বেঙ্গালুরুতে থাকতে পারবেন।’

২০২১ সালের নভেম্বরে দুই বছরের চুক্তিতে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। তাঁর অধীনে অনেক দ্বিপক্ষীয় সিরিজ জিতলেও সর্বশেষ এশিয়া কাপ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। উল্টো টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ঘরের মাঠে বিশ্বকাপেও হতাশ হয়েছেন।

রাহুলের পথচলা থামলে শুরু হতে পারে তাঁর বন্ধু ভিভিএস লক্ষ্মণের। যিনি আজ থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলের স্থায়ী কোচ হতেও তিনি রাজি আছেন বলে জানিয়েছে ওই সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত