নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে নিজেদের ইতিহাসের সেরা এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সাবেক-বর্তমান ক্রিকেটারদের। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি তামিম ইকবালের। না হলে এই জয়ের দিন মাঠে থাকার কথা তাঁরও।
মাঠে থাকতে না পারলেও দেশ থেকেই যতটা সম্ভব উচ্ছ্বাসে শামিল হচ্ছেন তামিম। এই আনন্দের সঙ্গে বাংলাদেশ ওপেনার স্মরণ করেছেন মাঠকর্মীদেরও। গত রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন তামিম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্ত-সমর্থকদের সে বিষয়ে অবহিত করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এই মাঠকর্মীদের বলা হয়ে থাকে ‘আনসাং হিরো’। তামিম পোস্টে লিখেছেন, ‘আমাদের দল যেমন সেখানে (নিউজিল্যান্ডে) উদযাপন করেছে, দেশেও সবাই নিজেদের মতো করে উদযাপন করছি। আমি উদযাপনের জন্য বেছে নিয়েছি এমন মানুষদের, যারা বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো। এই ছবিতে যাদের দেখছেন, তাঁরা সবাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী। আজকে উদযাপনে আমার সঙ্গী ছিলেন তাঁদের ৪০ জন। আমরা একসঙ্গে ডিনার (নৈশভোজ) করেছি, মজা করেছি, আনন্দময় সময় কাটিয়েছি।’
পোস্টে তামিম আরও লেখেন, ‘অনেকে ভাবতে পারেন, আমরা ম্যাচ জিতলাম নিউজিল্যান্ডে, এখানে মিরপুরের মাঠকর্মীদের ভূমিকা কী? আমরা যারা ক্রিকেটার, কতটা কষ্ট এই মানুষগুলো করেন সেটা জানি। রোদ-বৃষ্টি-ঝড়ে বছরজুড়ে তারা আমাদের প্রস্তুতির জন্য কাজ করেন। যখন নেটে ঘাম ঝরাই, আড়ালে থেকে আরও বেশি ঘাম ঝরিয়ে যান এই মানুষগুলো। পরিবার ছেড়ে তাঁরা দিনের পর দিন মাঠে পড়ে থাকেন। পরিশ্রম করেন যেন আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। আমাদের যেকোনো সাফল্যের ভাগীদার তাঁরাও।’
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে নিজেদের ইতিহাসের সেরা এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সাবেক-বর্তমান ক্রিকেটারদের। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি তামিম ইকবালের। না হলে এই জয়ের দিন মাঠে থাকার কথা তাঁরও।
মাঠে থাকতে না পারলেও দেশ থেকেই যতটা সম্ভব উচ্ছ্বাসে শামিল হচ্ছেন তামিম। এই আনন্দের সঙ্গে বাংলাদেশ ওপেনার স্মরণ করেছেন মাঠকর্মীদেরও। গত রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন তামিম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্ত-সমর্থকদের সে বিষয়ে অবহিত করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এই মাঠকর্মীদের বলা হয়ে থাকে ‘আনসাং হিরো’। তামিম পোস্টে লিখেছেন, ‘আমাদের দল যেমন সেখানে (নিউজিল্যান্ডে) উদযাপন করেছে, দেশেও সবাই নিজেদের মতো করে উদযাপন করছি। আমি উদযাপনের জন্য বেছে নিয়েছি এমন মানুষদের, যারা বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো। এই ছবিতে যাদের দেখছেন, তাঁরা সবাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী। আজকে উদযাপনে আমার সঙ্গী ছিলেন তাঁদের ৪০ জন। আমরা একসঙ্গে ডিনার (নৈশভোজ) করেছি, মজা করেছি, আনন্দময় সময় কাটিয়েছি।’
পোস্টে তামিম আরও লেখেন, ‘অনেকে ভাবতে পারেন, আমরা ম্যাচ জিতলাম নিউজিল্যান্ডে, এখানে মিরপুরের মাঠকর্মীদের ভূমিকা কী? আমরা যারা ক্রিকেটার, কতটা কষ্ট এই মানুষগুলো করেন সেটা জানি। রোদ-বৃষ্টি-ঝড়ে বছরজুড়ে তারা আমাদের প্রস্তুতির জন্য কাজ করেন। যখন নেটে ঘাম ঝরাই, আড়ালে থেকে আরও বেশি ঘাম ঝরিয়ে যান এই মানুষগুলো। পরিবার ছেড়ে তাঁরা দিনের পর দিন মাঠে পড়ে থাকেন। পরিশ্রম করেন যেন আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। আমাদের যেকোনো সাফল্যের ভাগীদার তাঁরাও।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে