নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।
ঢাকা: প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে। ইমরুল কায়েসের ক্যারিয়ারের আবহ সংগীতই যেন হয়ে ওঠেছিল জগজিৎ সিংয়ের গানটা—‘বেশি কিছু আশা করা ভুল!’ ইমরুলের সুখবর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল বিসিবির দেওয়া ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে চমক বলতে এ দুটি নাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব-মোস্তাফিজ যে সিরিজটা খেলবেন, তা আগেই জানা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যাঁরা আছেন, তাঁরা আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বাকিরা কদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন।
বিসিবি আরও জানিয়েছে, ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন শুরু করবে। ৯ মে পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
ছুটি শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। এই সিরিজ খেলতে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা লঙ্কানদের।
ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টেই দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। দলে ফেরার অপেক্ষার প্রহর শেষ হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এখন মূল দলে ঢোকার লড়াই।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৩ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
১ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে