Ajker Patrika

জিম্বাবুয়ের ব্যর্থতায় মাসাকাদজার পদত্যাগ

জিম্বাবুয়ের ব্যর্থতায় মাসাকাদজার পদত্যাগ

প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপে খেলবে উগান্ডা। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই নিশ্চিতভাবে হতে যাচ্ছে তাদের জন্য স্মরণীয় এক টুর্নামেন্ট। দলটি ইতিহাস গড়ার সুযোগ পাওয়ায় কপাল পুড়েছে জিম্বাবুয়ের। 

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ হয়নি জিম্বাবুয়েনদের। দলের এমন ব্যর্থতায় জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব ছেড়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। দলটির সাবেক অধিনায়ক ও ওপেনারের এমন সিদ্ধান্তের তিন সপ্তাহ আগে পদত্যাগ করেছিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটনও। 

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন মাসাকাদজা। পদত্যাগ করার বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেট এবং আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতার বিবেচনায় সিদ্ধান্তটা এসেছে। আমার মেয়াদে অনেক উন্নতি হয়েছ। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর আমরাই একমাত্র পূর্ণ সদস্য দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাইনি। আমার ক্যারিয়ারের সবচেয়ে অন্যতম একটি বাজে মুহূর্ত। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে পুরো দায় নিচ্ছি।’ 

মাসাকাদজার এই বাজে মুহূর্ত বাদ দিলে তাঁর সময়ে জিম্বাবুয়ে ক্রিকেটের বেশ উন্নতিই হয়েছে। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-এ জায়গা পেয়েছিল আফ্রিকা মহাদেশের দলটি। তাঁর সময়েই জিম আফ্রো টি-টেন, ন্যাশনাল প্রিমিয়ার লিগসহ মেয়েদের আঞ্চলিক টুর্নামেন্ট, ২০ ও ৫০ ওভারের কাপ শুরু হয়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও আয়োজন করেছিল জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত