Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগেই বড় ধাক্কা খেল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক     
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রহমানউল্লাহ গুরবাজ।  ছবি: ক্রিকইনফো
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রহমানউল্লাহ গুরবাজ। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ে-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হতে বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের অন্যতম সেরা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ছিটকে গেছেন সিরিজ থেকে।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ভয়ংকর চোটে পড়েছেন গুরবাজ। ঊরুর মাংসপেশির টু বি গ্রেডের চোট তো রয়েছেই। সঙ্গে রয়েছে পিঠের চোট। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন আফগান এই তারকা ব্যাটার। গুরবাজের পরিবর্তে মোহাম্মদ ইশহাক ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইশহাক ৫ ম্যাচ খেলেছেন। তবে ওয়ানডে, টেস্ট কিছুই তাঁর খেলা হয়নি।

মুজিব-উর-রহমানকে নিয়েও ঝুঁকি নিতে চাচ্ছে না আফগানিস্তান। কারণ, পুনর্বাসনপ্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। টিম ম্যানেজমেন্ট তাঁকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে মুজিব সবশেষ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তিন টি-টোয়েন্টিতে ৬.০৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি। মাঝখানে বৃষ্টি থেমে ভেজা আউটফিল্ড ঠিক করে ম্যাচ শুরু করার প্রস্তুতি চলছিল। পরবর্তীতে আরেকবার হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।

৪৬ ওয়ানডেতে ৩৯.৩১ গড়ে গুরবাজ করেছেন ১৭৬৯ রান। করেছেন ৮ সেঞ্চুরি ও ৬ ফিফটি। এই বছরই ৩ সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত