নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে দুই ফিফটিসহ ২০৪ রান করেছেন বাবর আজম। গড় ৫১। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুরুটা ভালো না হলেও বাবর আসার পর বদলে গেছে রংপুরের পারফরম্যান্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। কয়েক ম্যাচে দলের জয়ে বাবরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে না। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই এবারের বিপিএলে তাঁর সর্বশেষ ম্যাচ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে তাঁকে।
অবশ্য যাওয়ার আগে আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমকে বাবর জানিয়েছেন, তিনি সামনেও বাংলাদেশে আসতে চান এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে চান। পাকিস্তানের ডানহাতি ব্যাটার বললেন, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
রংপুরের ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা বাবরের। তবে সেই কৃতিত্ব নিজে একা নিলেন না। বললেন এই অবদান সবার, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি।’
সাকিব আল হাসানের সঙ্গে একই দলের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বাবর। সেই সুযোগটা পেয়েছেন এবারের বিপিএল দিয়ে। ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাটা জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘সাকিব ভাই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের হলো, সাকিব ভাই এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে দুই ফিফটিসহ ২০৪ রান করেছেন বাবর আজম। গড় ৫১। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুরুটা ভালো না হলেও বাবর আসার পর বদলে গেছে রংপুরের পারফরম্যান্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। কয়েক ম্যাচে দলের জয়ে বাবরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে না। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই এবারের বিপিএলে তাঁর সর্বশেষ ম্যাচ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে তাঁকে।
অবশ্য যাওয়ার আগে আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমকে বাবর জানিয়েছেন, তিনি সামনেও বাংলাদেশে আসতে চান এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে চান। পাকিস্তানের ডানহাতি ব্যাটার বললেন, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
রংপুরের ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা বাবরের। তবে সেই কৃতিত্ব নিজে একা নিলেন না। বললেন এই অবদান সবার, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি।’
সাকিব আল হাসানের সঙ্গে একই দলের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বাবর। সেই সুযোগটা পেয়েছেন এবারের বিপিএল দিয়ে। ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাটা জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘সাকিব ভাই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের হলো, সাকিব ভাই এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে