ক্রীড়া ডেস্ক
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে