দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৭ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে