Ajker Patrika

কানাডা কাঁপাচ্ছেন শরীফুল

কানাডা কাঁপাচ্ছেন শরীফুল

কানাডায় গ্লোবাল টি-২০ লিগে চলছে শরীফুল ইসলামের তোপ। আজ ব্রাম্পটনে তাঁর অগ্নিঝরা বোলিংয়ে সারে জাগুয়ারের ব্যাটাররা রীতিমতো চোখে সরষে ফুলই যেন দেখেছেন। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্স মিসিসাউগার এই বাঁহাতি পেসার। খেলার মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলই বলা যায়।

সারের ওপেনার সুনিল নারিন, হামজা তারিক ও হারমিত সিংকে ফেরান শরীফুল। ১০ ওভারে ৪৬ রান তুলতেই সারে জাগুয়ার হারায় ৮ উইকেট। আগের তিন ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন শরীফুল। টরেন্টো ন্যাশানালসের বিপক্ষে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ১টি উইকেট।

নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে ১৬ রান দিয়ে শরীফুল নিয়েছিলেন ১টি উইকেট। এ পর্যন্ত ৪ ম্যাচ তাঁর শিকার ৬ উইকেট। প্রথম তিন ম্যাচে ২টি জয় ও একটি হেরেছে বাংলা টাইগার্স। আজ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান থেকে ওপরের দিকে ওঠার সুযোগ রয়েছে তাঁদের।

১৯.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেছে সারে জাগুয়ার। মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ৩৬ ও লোগান ফন বিকের ব্যাট থেকে আসে ৩১ রান। বল হাতে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবও রেখেছেন দারুণ অবদান। এ পর্যন্ত ৩ ম্যাচে ১৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। চার ম্যাচে তাঁর শিকার ৬ উইকেট। ব্যাট হাতে অবশ্য ছন্দে খুঁজে পাচ্ছেন না সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত