নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলেও একেবারে স্বস্তিতে ছিল না নেপাল। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের তোপ দাগানো বোলিংয়ে ২৬ রানে ৫ উইকেট হারায় দলটি।
পাওয়ার প্লেতে টানা ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সেরা বোলিং জুনিয়র সাকিবের। তাঁর ইকোনমি দেখুন— ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বল) মাথায় ছিল না।’
২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং সাকিবের এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ডও । সেরা বোলিংয়ের রেকর্ডটা মোস্তাফুজির রহমানের, ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের এখন ৯ উইকেট।
প্রথম দুই ওভার নির্বঘ্নে কাটিয়ে দিয়েছিলন নেপালোর দুই ওপেনার কুশল ভুরটেল ও আসিফ শেখ। তৃতীয় ওভারে কুশলকে ৪ রানে বোল্ড ও তিন নম্বরে নামা অনিল সাহকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। পঞ্চম ওভারে আরও দুর্দান্ত তানজিম, ফেরান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল (১) ও সানদীপ জোরাকে (১)।
পাওয়ার-প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে নেপাল। শুরুতেই নেপালের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া তানজিম সাকিব লো স্কোর ডিফেন্ড করে বললেন, ‘আপনাকে সব সময়ই আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স।’ তিনি আরও যোগ করলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’
ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এখন কোনো অনুভূতি কাজ করছে না, পরে হয়তো কাজ করবে… এসব (ডট বল) মাথায় ছিল না। ওই সময়ে শুধু উইকেটের ধান্ধা ছিল।’
বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলেও একেবারে স্বস্তিতে ছিল না নেপাল। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের তোপ দাগানো বোলিংয়ে ২৬ রানে ৫ উইকেট হারায় দলটি।
পাওয়ার প্লেতে টানা ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সেরা বোলিং জুনিয়র সাকিবের। তাঁর ইকোনমি দেখুন— ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বল) মাথায় ছিল না।’
২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং সাকিবের এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ডও । সেরা বোলিংয়ের রেকর্ডটা মোস্তাফুজির রহমানের, ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের এখন ৯ উইকেট।
প্রথম দুই ওভার নির্বঘ্নে কাটিয়ে দিয়েছিলন নেপালোর দুই ওপেনার কুশল ভুরটেল ও আসিফ শেখ। তৃতীয় ওভারে কুশলকে ৪ রানে বোল্ড ও তিন নম্বরে নামা অনিল সাহকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। পঞ্চম ওভারে আরও দুর্দান্ত তানজিম, ফেরান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল (১) ও সানদীপ জোরাকে (১)।
পাওয়ার-প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে নেপাল। শুরুতেই নেপালের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া তানজিম সাকিব লো স্কোর ডিফেন্ড করে বললেন, ‘আপনাকে সব সময়ই আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স।’ তিনি আরও যোগ করলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’
ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এখন কোনো অনুভূতি কাজ করছে না, পরে হয়তো কাজ করবে… এসব (ডট বল) মাথায় ছিল না। ওই সময়ে শুধু উইকেটের ধান্ধা ছিল।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২০ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে