Ajker Patrika

৩২ টেস্ট পর বাদ মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুন ২০২২, ২০: ৩৯
৩২ টেস্ট পর বাদ মুমিনুল

টেস্ট ক্রিকেটে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ৫৪ টেস্টে ১১ সেঞ্চুরি ও ১৫ ফিফটি আছে তাঁর। ক্যারিয়ারের সূর্যোদয়ে দেশের বেশ কিছু সংবাদমাধ্যম তো তাঁকে ‘বাংলার ব্র্যাডম্যান’ তকমাও দিয়েছিল।

তবে এ বছরটা মোটেও ভালো যাচ্ছে না মুমিনুলের। টানা ৮ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেনি তাঁর ব্যাট। আত্মবিশ্বাস তলানিতে ঠেকায় এবার দল থেকে বাদ পড়েছেন তিনি। ৫ বছর পর টেস্ট দল থেকে বাদ পড়েন বাঁহাতি ব্যাটার। টানা ৩২ টেস্ট খেলা এই ব্যাটারকে ছাড়াই সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ। 

২০১৩ সালে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর থেকে ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে ছিলেন না তিনি। একই বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাসের পর দ্বিতীয় ম্যাচের দলে ফেরেন তিনি। 

২০১৭ সালের পর থেকে বাংলাদেশ দলে নিয়মিত ব্যাটার ছিলেন মুমিনুল। এ সময়ে ৩২ টেস্ট খেলেছেন কক্সবাজার থেকে জাতীয় দলে উঠে আসা এই ব্যাটার। অ্যান্টিগা টেস্টেও নিজের ব্যাটিং ভালো করতে না পারায় এবার দল থেকে বাদ পড়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত