অনলাইন ডেস্ক
জেতার মতো অবস্থায় থেকেও প্রথম ওয়ানডেতে গো-হারা হার। আত্মবিশ্বাস তলানিতে নামিয়ে দেওয়া সেই হারের পর ঘুরে দাঁড়াতে যেমন পারফরম্যান্স দরকার ছিল, গতকাল দ্বিতীয় ওয়ানডেতে সেটিই দেখিয়ে ৬৮ রানে জিতল বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৩৪ বছরে এটাই প্রথম জয় বাংলাদেশের। যে জয়ে সিরিজেও ফিরল দল। সিরিজ খোয়ানোর জুজু কাটিয়ে বাংলাদেশ দলের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি।
প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত ফিফটি আর জাকের আলী অনিকের ৩৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৫২ রান। জবাবে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট।
স্কোরবোর্ডে আড়াই শর বেশি রান থাকায় জয়ের জন্য বোলারদের দিকে তাকিয়ে ছিল দল। তবে এদিন আর হতাশ করেননি বাংলাদেশের বোলাররা। রানা তাড়ায় আসা আফগানরা একটা সময় ২ উইকেটে ১১৮ রান তুলে ফেললেও জয়ের পথে কক্ষচ্যুত হয়নি বাংলাদেশ। এরপরই একটা ‘মিনি’ মড়ক লাগে আফগান ইনিংসে। ৬ বলের মধ্যে শাহিদি (১৭), ওমরজাই (০) ও রহমত শাহকে (৫২) ফিরিয়ে দিয়ে আফগানদের ওপর চরম চাপ সৃষ্টি করেন মোস্তাফিজ-মিরাজ-নাসুমরা। তখন স্কোরবোর্ডে আফগানিস্তান ১১৯/৫। প্রথম ম্যাচে ৩৫ রানে ৪ উইকেটে খুইয়ে ফেলার পরও ঘুরে দাঁড়িয়ে ২৩৫ রান তুলেছিলেন আফগানরা। কিন্তু তাঁদের আর ঘুরে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। চাপ ধরে রেখেই নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছেন বোলাররা। তাতেই ১৮৩ রানে অলআউট আফগানিস্তান। সবচেয়ে সফল বোলার নাসুম; ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও মিরাজ। ম্যাচসেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথমে ব্যাট করে আড়াই শ পেরোনো ইনিংস পায় বাংলাদেশ। ওপেনার তানজিদকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও শান্ত ৯৩ বলে ৭১ রান যোগ করেন। তাতে কেটে যায় শুরুর ধাক্কা। দেখেশুনে শুরু করা সৌম্য পরে ছন্দে ফিরতে থাকেন। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগেই ৩৫ রানে আউট হয়ে যান বাঁহাতি ওপেনার। পিচ করার পর স্কিড করে ভেতরে ঢোকার মুখে রক্ষণে ব্যর্থ হয়ে এলবিডব্লু হন সৌম্য। উইকেটে নিজেকে টিকিয়ে রেখে খেলতে থাকেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৫৩ রানের জুটি। রশিদের দুর্দান্ত এক গুগলিতে পরাস্ত মিরাজ বোল্ড হওয়ার পর উইকেটে ভরসা হয়ে ছিলেন শান্ত। ১১৯ বলে ৬ চার ও ১ ছয়ে খেলেছেন ৭৬ রানের ইনিংস। সব সংস্করণ মিলিয়ে ১১ ইনিংসে এসে ফিফটির দেখা পেয়েছেন শান্ত। তবু পরিস্থিতির দাবি অনুযায়ী খেলতে না পারায় কাঠগড়ায় দাঁড় করানো যায় অধিনায়ককে। হঠাৎই মাথা গরম করে বাঁহাতি স্পিনার খারোতেকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস টাইমিং! লং অফে নবির হাতে ক্যাচ শান্ত।
১৮৩ রানে আফগানদের পঞ্চম শিকার হওয়ার পর বাংলাদেশের ২৫০ পেরোনো রান পাওয়া নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। কিন্তু মুশফিকের অনুপস্থিতিতে একাদশে জায়গা পাওয়া অভিষিক্ত জাকের আলী অনিকের ১টি চার ও ৩ ছয়ে ২৭ বলে ৩৭ এবং রিশাদের জায়গায় সুযোগ পাওয়া নাসুমের ১ চার ও ২ ছয়ে ২৪ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ২৫২ তোলে বাংলাদেশ। সবচেয়ে সফল বোলার খারোতে; ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে। শারজায় এই প্রথম ওয়ানডে জয়ের পর এবার একই ভেন্যুতে সিরিজ জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ।
জেতার মতো অবস্থায় থেকেও প্রথম ওয়ানডেতে গো-হারা হার। আত্মবিশ্বাস তলানিতে নামিয়ে দেওয়া সেই হারের পর ঘুরে দাঁড়াতে যেমন পারফরম্যান্স দরকার ছিল, গতকাল দ্বিতীয় ওয়ানডেতে সেটিই দেখিয়ে ৬৮ রানে জিতল বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৩৪ বছরে এটাই প্রথম জয় বাংলাদেশের। যে জয়ে সিরিজেও ফিরল দল। সিরিজ খোয়ানোর জুজু কাটিয়ে বাংলাদেশ দলের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি।
প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত ফিফটি আর জাকের আলী অনিকের ৩৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৫২ রান। জবাবে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট।
স্কোরবোর্ডে আড়াই শর বেশি রান থাকায় জয়ের জন্য বোলারদের দিকে তাকিয়ে ছিল দল। তবে এদিন আর হতাশ করেননি বাংলাদেশের বোলাররা। রানা তাড়ায় আসা আফগানরা একটা সময় ২ উইকেটে ১১৮ রান তুলে ফেললেও জয়ের পথে কক্ষচ্যুত হয়নি বাংলাদেশ। এরপরই একটা ‘মিনি’ মড়ক লাগে আফগান ইনিংসে। ৬ বলের মধ্যে শাহিদি (১৭), ওমরজাই (০) ও রহমত শাহকে (৫২) ফিরিয়ে দিয়ে আফগানদের ওপর চরম চাপ সৃষ্টি করেন মোস্তাফিজ-মিরাজ-নাসুমরা। তখন স্কোরবোর্ডে আফগানিস্তান ১১৯/৫। প্রথম ম্যাচে ৩৫ রানে ৪ উইকেটে খুইয়ে ফেলার পরও ঘুরে দাঁড়িয়ে ২৩৫ রান তুলেছিলেন আফগানরা। কিন্তু তাঁদের আর ঘুরে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। চাপ ধরে রেখেই নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছেন বোলাররা। তাতেই ১৮৩ রানে অলআউট আফগানিস্তান। সবচেয়ে সফল বোলার নাসুম; ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও মিরাজ। ম্যাচসেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথমে ব্যাট করে আড়াই শ পেরোনো ইনিংস পায় বাংলাদেশ। ওপেনার তানজিদকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও শান্ত ৯৩ বলে ৭১ রান যোগ করেন। তাতে কেটে যায় শুরুর ধাক্কা। দেখেশুনে শুরু করা সৌম্য পরে ছন্দে ফিরতে থাকেন। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগেই ৩৫ রানে আউট হয়ে যান বাঁহাতি ওপেনার। পিচ করার পর স্কিড করে ভেতরে ঢোকার মুখে রক্ষণে ব্যর্থ হয়ে এলবিডব্লু হন সৌম্য। উইকেটে নিজেকে টিকিয়ে রেখে খেলতে থাকেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৫৩ রানের জুটি। রশিদের দুর্দান্ত এক গুগলিতে পরাস্ত মিরাজ বোল্ড হওয়ার পর উইকেটে ভরসা হয়ে ছিলেন শান্ত। ১১৯ বলে ৬ চার ও ১ ছয়ে খেলেছেন ৭৬ রানের ইনিংস। সব সংস্করণ মিলিয়ে ১১ ইনিংসে এসে ফিফটির দেখা পেয়েছেন শান্ত। তবু পরিস্থিতির দাবি অনুযায়ী খেলতে না পারায় কাঠগড়ায় দাঁড় করানো যায় অধিনায়ককে। হঠাৎই মাথা গরম করে বাঁহাতি স্পিনার খারোতেকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস টাইমিং! লং অফে নবির হাতে ক্যাচ শান্ত।
১৮৩ রানে আফগানদের পঞ্চম শিকার হওয়ার পর বাংলাদেশের ২৫০ পেরোনো রান পাওয়া নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। কিন্তু মুশফিকের অনুপস্থিতিতে একাদশে জায়গা পাওয়া অভিষিক্ত জাকের আলী অনিকের ১টি চার ও ৩ ছয়ে ২৭ বলে ৩৭ এবং রিশাদের জায়গায় সুযোগ পাওয়া নাসুমের ১ চার ও ২ ছয়ে ২৪ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ২৫২ তোলে বাংলাদেশ। সবচেয়ে সফল বোলার খারোতে; ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে। শারজায় এই প্রথম ওয়ানডে জয়ের পর এবার একই ভেন্যুতে সিরিজ জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে