ক্রীড়া ডেস্ক
সুযোগ হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল রাতে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপে সরাসরি খেলতে একটি পয়েন্ট দরকার ছিল বাংলাদেশের। এই ম্যাচটা জিতলেই চলতো। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চরম ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ ১১ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেষ পাঁচ ব্যাটার মিলে রান করেছেন ১! এমন নখদন্তহীন ব্যাটিংয়ের পর ৪৩.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ ৬৮ রান পর্যন্ত বাংলাদেশের উইকেট পড়েছিল ১টি। সফরকারীদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ২৭.৩ ওভারে তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল স্বাগতিকেরা।
হেইলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের ৪৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় উইন্ডিজ। ১২ তম ওভারে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন হেইলি (২২)। দলীয় ৭৩ রানে মারুফা আক্তারের শিকার হন কিয়ানা (৩৯)। তৃতীয় উইকেটে বাকি কাজ অনায়াসে সেরে নেন শেমাইন ক্যাম্পবেল ও ডিয়ান্দ্রা ডটিন। ক্যাম্পবেল ২৫ ও ডটিন ৩৫ রানে অপরাজিত থাকেন।
ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে কখনোই ধারাবাহিক ছিল না তারা। আগের ম্যাচে ১৮০ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ব্যাটাররা বোলারদের জন্য নির্ভর করার মতো কোনো সংগ্রহই এনে দিতে পারেননি। দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনের (১) উইকেট হারায় বাংলাদেশ।
ছন্দে থাকা ফারজানা হক ও শারমিন আক্তার শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন। সিঙ্গেল-ডাবলে রান তুললেও বাউন্ডারি পাচ্ছিলেন না সেভাবে। প্রথম উইকেট দ্রুত ফেরালেও দ্বিতীয় উইকেট নিতে ক্যারিবীয়দের অপেক্ষা করতে হয়েছে ২০ তম ওভার পর্যন্ত। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ফারজানা। ৬৫ বল খেলে একটি চারে ২২ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর খেই হারায় বাংলাদেশ।
ফারজনার পরপরই ফেরেন শারমিন। হেইলি ম্যাথুসের বলে মিড অফে ক্যাচ দেন। পাঁচটি চারে ৫৮ বলে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার এ ম্যাচে ব্যর্থ হয়ে ফেরেন ২৯ বলে ১১ রান করে। ৬২ বলে ২৫ রান করেছেন সোবহানা মোস্তারি। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পোঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার অত দূরও যেতে পারেননি। এর মধ্যে ৪ ব্যাটার ফেরেন ০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার কারিশমা রামহারক ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটি পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সিরিজে নিয়েছেন ৮ উইকেট।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা আগেই নিশ্চিত করে ফেলেছিল সরাসরি বিশ্বকাপে খেলা। এই ম্যাচটি জিতলে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশও। কিন্তু হেরে যাওয়ায় তারা থেকে গেল সাত নম্বরে। বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়েও একটি জয় বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড।
বাংলাদেশকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব টপকাতে হবে। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাইপর্ব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাইপর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও পয়েন্ট টেবিলের শেষ দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে। তাদের সঙ্গে থাকবে র্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।
সুযোগ হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল রাতে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপে সরাসরি খেলতে একটি পয়েন্ট দরকার ছিল বাংলাদেশের। এই ম্যাচটা জিতলেই চলতো। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চরম ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ ১১ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেষ পাঁচ ব্যাটার মিলে রান করেছেন ১! এমন নখদন্তহীন ব্যাটিংয়ের পর ৪৩.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ ৬৮ রান পর্যন্ত বাংলাদেশের উইকেট পড়েছিল ১টি। সফরকারীদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ২৭.৩ ওভারে তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল স্বাগতিকেরা।
হেইলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের ৪৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় উইন্ডিজ। ১২ তম ওভারে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন হেইলি (২২)। দলীয় ৭৩ রানে মারুফা আক্তারের শিকার হন কিয়ানা (৩৯)। তৃতীয় উইকেটে বাকি কাজ অনায়াসে সেরে নেন শেমাইন ক্যাম্পবেল ও ডিয়ান্দ্রা ডটিন। ক্যাম্পবেল ২৫ ও ডটিন ৩৫ রানে অপরাজিত থাকেন।
ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে কখনোই ধারাবাহিক ছিল না তারা। আগের ম্যাচে ১৮০ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ব্যাটাররা বোলারদের জন্য নির্ভর করার মতো কোনো সংগ্রহই এনে দিতে পারেননি। দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনের (১) উইকেট হারায় বাংলাদেশ।
ছন্দে থাকা ফারজানা হক ও শারমিন আক্তার শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন। সিঙ্গেল-ডাবলে রান তুললেও বাউন্ডারি পাচ্ছিলেন না সেভাবে। প্রথম উইকেট দ্রুত ফেরালেও দ্বিতীয় উইকেট নিতে ক্যারিবীয়দের অপেক্ষা করতে হয়েছে ২০ তম ওভার পর্যন্ত। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ফারজানা। ৬৫ বল খেলে একটি চারে ২২ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর খেই হারায় বাংলাদেশ।
ফারজনার পরপরই ফেরেন শারমিন। হেইলি ম্যাথুসের বলে মিড অফে ক্যাচ দেন। পাঁচটি চারে ৫৮ বলে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার এ ম্যাচে ব্যর্থ হয়ে ফেরেন ২৯ বলে ১১ রান করে। ৬২ বলে ২৫ রান করেছেন সোবহানা মোস্তারি। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পোঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার অত দূরও যেতে পারেননি। এর মধ্যে ৪ ব্যাটার ফেরেন ০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার কারিশমা রামহারক ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটি পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সিরিজে নিয়েছেন ৮ উইকেট।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা আগেই নিশ্চিত করে ফেলেছিল সরাসরি বিশ্বকাপে খেলা। এই ম্যাচটি জিতলে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশও। কিন্তু হেরে যাওয়ায় তারা থেকে গেল সাত নম্বরে। বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়েও একটি জয় বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড।
বাংলাদেশকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব টপকাতে হবে। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাইপর্ব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাইপর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও পয়েন্ট টেবিলের শেষ দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে। তাদের সঙ্গে থাকবে র্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৯ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে