খেলাধুলার জগতে একাধিক দেশের হয়ে খেলার উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। এমনকি সাবেক দলের বিপক্ষে খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। জিম্বাবুয়ের সাবেক এক ক্রিকেটার এবার খেলবেন স্বদেশের বিপক্ষেই।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ১৪ সদস্যের সেই দলে আছেন পিটার মুর। যার জিম্বাবুয়ের জার্সিতে আগে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে ২৫ জুলাই বেলফাস্টে। ঐতিহাসিক এই টেস্টে আইরিশদের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বলবার্নি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা গেভিন হোয়ে সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে।
বলবার্নি, মুর, হোয়ে বাদে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের বাকি ১১ ক্রিকেটারই পরিচিত মুখ। ঐতিহাসিক জিম্বাবুয়ে টেস্টের দলে আছেন উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার। ব্যাটিং লাইন আপে থাকছেন পল স্টার্লিং, হ্যারি টেক্টর, জেমস ম্যাককুলামরাও। অলরাউন্ডার হিসেবে আছেন কার্টিস কাম্ফার, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইনের মতো ক্রিকেটাররা। যার মধ্যে অ্যাডাইর, ম্যাকব্রাইন বোলিং অলরাউন্ডার। অভিষেকের অপেক্ষায় থাকা হোয়ের পাশাপাশি বোলিং আক্রমণে থাকছেন ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও ক্রেগ ইয়ং।
২০১৮ সালে ডাবলিনের ম্যালাহাইডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় আয়ারল্যান্ডের। ৬ বছরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে আইরিশরা খেলেছে ৮ টেস্ট। সব কটি টেস্টই খেলেছেন বলবার্নি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টেস্ট খেলেছেন ম্যাকব্রাইন। মুর আয়ারল্যান্ডের জার্সিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ৫ ম্যাচ। মাত্র একটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ইয়ং, ম্যাকার্থি ও হামফ্রিসের।
৮ টেস্টের মধ্যে আয়ারল্যান্ড হেরেছে ৭ ম্যাচ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিতেছে কেবল এক ম্যাচ। আইরিশদের ঐতিহাসিক টেস্ট জয় এসেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে। আবুধাবির টলারেন্স ওভালে আইরিশরা জেতে ৬ উইকেটে। বেলফাস্টে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে যে টেস্টটা হতে যাচ্ছে, সেটা আয়ারল্যান্ডের মাঠে দ্বিতীয় টেস্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট দল
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস কাম্ফার, গেভিন হোয়ে, ক্রেগ ইয়ং, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথু হামফ্রিস, পিজে মুর, জেমস ম্যাককুলাম, ব্যারি ম্যাকার্থি
খেলাধুলার জগতে একাধিক দেশের হয়ে খেলার উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। এমনকি সাবেক দলের বিপক্ষে খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। জিম্বাবুয়ের সাবেক এক ক্রিকেটার এবার খেলবেন স্বদেশের বিপক্ষেই।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ১৪ সদস্যের সেই দলে আছেন পিটার মুর। যার জিম্বাবুয়ের জার্সিতে আগে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে ২৫ জুলাই বেলফাস্টে। ঐতিহাসিক এই টেস্টে আইরিশদের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বলবার্নি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা গেভিন হোয়ে সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে।
বলবার্নি, মুর, হোয়ে বাদে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের বাকি ১১ ক্রিকেটারই পরিচিত মুখ। ঐতিহাসিক জিম্বাবুয়ে টেস্টের দলে আছেন উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার। ব্যাটিং লাইন আপে থাকছেন পল স্টার্লিং, হ্যারি টেক্টর, জেমস ম্যাককুলামরাও। অলরাউন্ডার হিসেবে আছেন কার্টিস কাম্ফার, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইনের মতো ক্রিকেটাররা। যার মধ্যে অ্যাডাইর, ম্যাকব্রাইন বোলিং অলরাউন্ডার। অভিষেকের অপেক্ষায় থাকা হোয়ের পাশাপাশি বোলিং আক্রমণে থাকছেন ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও ক্রেগ ইয়ং।
২০১৮ সালে ডাবলিনের ম্যালাহাইডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় আয়ারল্যান্ডের। ৬ বছরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে আইরিশরা খেলেছে ৮ টেস্ট। সব কটি টেস্টই খেলেছেন বলবার্নি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টেস্ট খেলেছেন ম্যাকব্রাইন। মুর আয়ারল্যান্ডের জার্সিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ৫ ম্যাচ। মাত্র একটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ইয়ং, ম্যাকার্থি ও হামফ্রিসের।
৮ টেস্টের মধ্যে আয়ারল্যান্ড হেরেছে ৭ ম্যাচ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিতেছে কেবল এক ম্যাচ। আইরিশদের ঐতিহাসিক টেস্ট জয় এসেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে। আবুধাবির টলারেন্স ওভালে আইরিশরা জেতে ৬ উইকেটে। বেলফাস্টে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে যে টেস্টটা হতে যাচ্ছে, সেটা আয়ারল্যান্ডের মাঠে দ্বিতীয় টেস্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট দল
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস কাম্ফার, গেভিন হোয়ে, ক্রেগ ইয়ং, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথু হামফ্রিস, পিজে মুর, জেমস ম্যাককুলাম, ব্যারি ম্যাকার্থি
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে