Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে মোস্তাফিজের ছুটি

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১: ০৫
ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি
ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

ডিসেম্বরে ক্রিকেট থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। জানা গেছে, তাঁর আবেদন প্রাথমিকভাবে মঞ্জুরও হয়েছে।

মোস্তাফিজ টেস্ট খেলছেন না। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন ডিসেম্বরে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে কাল। সিরিজ শেষে ১৩ নভেম্বর ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্র জানিয়েছে, মোস্তাফিজের ছুটির আবেদন প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। জাতীয় দলের এক নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মোস্তাফিজের পারিবারিক কারণে যে ছুটি দরকার, সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল ঘোষণার পর।’

বাংলাদেশ দলের বেশির ভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেবে দুবাই থেকে। মুমিনুল-তাইজুলের মতো টেস্ট ক্রিকেটাররা দুবাইয়ে যোগ দেবেন দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত