Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে মোস্তাফিজের ছুটি

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১: ০৫
ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি
ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

ডিসেম্বরে ক্রিকেট থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। জানা গেছে, তাঁর আবেদন প্রাথমিকভাবে মঞ্জুরও হয়েছে।

মোস্তাফিজ টেস্ট খেলছেন না। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন ডিসেম্বরে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে কাল। সিরিজ শেষে ১৩ নভেম্বর ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্র জানিয়েছে, মোস্তাফিজের ছুটির আবেদন প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। জাতীয় দলের এক নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মোস্তাফিজের পারিবারিক কারণে যে ছুটি দরকার, সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল ঘোষণার পর।’

বাংলাদেশ দলের বেশির ভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেবে দুবাই থেকে। মুমিনুল-তাইজুলের মতো টেস্ট ক্রিকেটাররা দুবাইয়ে যোগ দেবেন দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত