Ajker Patrika

সেমিফাইনালে উঠতে ২০০ রান করতে হবে বাংলাদেশকে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩১
সেমিফাইনালে উঠতে ২০০ রান করতে হবে বাংলাদেশকে

স্বাগতিক আরব আমিরাতের বিপরীতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আজ তৃতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।

টানা তৃতীয় জয় পেতে হলে বাংলাদেশকে করতে হবে ২০০ রান। আজ জিতলে সেমিফাইনালও নিশ্চিত হবে বাংলাদেশের। দুবাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচে নেমে শুরুটা ভালো না হলেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেননি মাহফুজুর রহমান রাব্বির দল।

ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা এবং রবিশান ডি সিলভা। পেরেরাকে ২৮ রানে আউট করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা।

এবার নিজে ২৫ রানে আউট হয়ে অধিনায়ক জয়াবর্ধনকে মাঠে রেখে যান ডি সিলভা। দ্বিতীয় উইকেটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একের পর এক উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৯৯ রানের বেশি করতে দেননি ওয়াসি সিদ্দিকী ও মারুফরা। ১৩৩ রান ৬ উইকেট হারিয়ে একটা সময় তো শ্রীলঙ্কার এই রানও হবে কিনা তা ছিল শঙ্কায়।

শেষ পর্যন্ত লঙ্কানদের এই রানটা দাঁড়ায় বিশ্ব লাহিরু ও রুবিশান পেরারা কল্যাণে। শেষ দুই ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে পেরেরা ১৯ ও লাহিরু ২৫ করেন। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত