Ajker Patrika

গাছে চড়েই খেলা দেখলেন শ্রীলঙ্কার সমর্থকেরা

গাছে চড়েই খেলা দেখলেন শ্রীলঙ্কার সমর্থকেরা

গাছে চড়ে প্রিয় দলের খেলা—এমন দৃশ্য নতুন নয়। গতকাল একই দৃশ্য দেখা গেল আরেকবার। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাম্বুলার রাংগ্রিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু দর্শক খেলা দেখার জন্য চড়ে বসলেন গাছে। হাতে ছিল শ্রীলঙ্কার পতাকা। 

এমন পাগলাটে সমর্থকদের নিরাশ করেননি লঙ্কানরাও। ম্যাচটি ৭২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে তারা। শ্রীলঙ্কার দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় আফগানরা ১৭ ওভারে অলআউট হয় ১১৫ রানে। 

৩১ রানে ৫ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ওপেনার-অধিনায়ক ইব্রাহিম জাদরান (১০), উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ (১৩), মোহাম্মদ নবী (২৭) ও করিম জানাত (২৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাদিরা সামারাবিক্রমার (৫১) ফিফটিতে ৬ উইকেটে ১৮৭ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ২২ বলে ২ চার ও ৪ ছয়ে অপরাজিত ৪২ রান এবং ২ ওভারে ৯ রান দিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

আগামীকাল তারা একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করবে আফগানদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত