ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএল শুরু হতে এখনো বাকি কয়েক মাস। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার সময় আগামী আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করা হবে। কোন খেলোয়াড়কে কোন দল ছেড়ে দেবে, কাকে রাখবে, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরই। জো রুট সেই পর্যন্ত অপেক্ষা করেননি। রিটেনশন তালিকা প্রকাশ করার এক দিন আগেই নিজেকে ২০২৪ আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।
২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রুট। রাজস্থান তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে যে রুটের সিদ্ধান্তের (আইপিএল থেকে সরিয়ে নেওয়া) ওপর তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড়দের ধরে রাখার ব্যাপারে আমাদের মধ্যে যে কয়েক দিন আগে যা কথাবার্তা হয়েছে, জো ২০২৪ আইপিএলে তার না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে। তার উদ্দীপনা ও অভিজ্ঞতা যে রয়্যালসে নিয়ে এসেছিল, তা রয়্যালস মিস করবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’
ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে ২০২৩ আইপিলের মেগা নিলাম থেকে রুটকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম আইপিএল। রাজস্থানের জার্সিতে তিনি ৩ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১ ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ১ চারে ১০ রান করেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যালস দলে তার যোগ দেওয়া মানে দলটিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা চলে এসেছে। ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের শেখার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
১৯ ডিসেম্বর দুবাইতে হবে ২০২৪ আইপিএলের নিলাম। এ নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২৪ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রুট। রুটের আগে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আগামী মৌসুম থেকে নাম প্রত্যাহার করেছেন। ওয়ার্কলোড ও ফিটনেসের প্রতি গুরুত্ব দিতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। ২০২৩ আইপিএলে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হয়েছেন স্টোকস।
২০২৪ আইপিএল শুরু হতে এখনো বাকি কয়েক মাস। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার সময় আগামী আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করা হবে। কোন খেলোয়াড়কে কোন দল ছেড়ে দেবে, কাকে রাখবে, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরই। জো রুট সেই পর্যন্ত অপেক্ষা করেননি। রিটেনশন তালিকা প্রকাশ করার এক দিন আগেই নিজেকে ২০২৪ আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।
২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রুট। রাজস্থান তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে যে রুটের সিদ্ধান্তের (আইপিএল থেকে সরিয়ে নেওয়া) ওপর তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড়দের ধরে রাখার ব্যাপারে আমাদের মধ্যে যে কয়েক দিন আগে যা কথাবার্তা হয়েছে, জো ২০২৪ আইপিএলে তার না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে। তার উদ্দীপনা ও অভিজ্ঞতা যে রয়্যালসে নিয়ে এসেছিল, তা রয়্যালস মিস করবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’
ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে ২০২৩ আইপিলের মেগা নিলাম থেকে রুটকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম আইপিএল। রাজস্থানের জার্সিতে তিনি ৩ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১ ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ১ চারে ১০ রান করেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যালস দলে তার যোগ দেওয়া মানে দলটিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা চলে এসেছে। ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের শেখার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
১৯ ডিসেম্বর দুবাইতে হবে ২০২৪ আইপিএলের নিলাম। এ নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২৪ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রুট। রুটের আগে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আগামী মৌসুম থেকে নাম প্রত্যাহার করেছেন। ওয়ার্কলোড ও ফিটনেসের প্রতি গুরুত্ব দিতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। ২০২৩ আইপিএলে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হয়েছেন স্টোকস।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে