Ajker Patrika

দলে কোনো গ্রুপিং নেই, দাবি তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২: ১৪
দলে কোনো গ্রুপিং নেই, দাবি তামিমের

দুই দিন পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ। প্রস্তুতিও নিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটররা। কিন্তু সিরিজের ঠিক আগমুহূর্তে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন- দলে গ্রুপিং রয়েছে।

তবে বিসিবি সভাপতির গ্রুপিংয়ের এই দাবি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ থেকে ৫ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ, ওই গ্রুপ। শুধুমাত্র বলার জন্য বলা না, যারা আমাকে কাছ থেকে চেনেন আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না... যা বলি সোজা বলবো। আপনি পছন্দ করেন আর না করেন।’

গ্রুপিং নেই দাবি করে তামিম বললেন, ‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনও দেখিনি। সবশেষ ৬ মাসে আমি দলের সঙ্গে ছিলাম না, এই জিনিসটা যদি এই ৬ মাসে যদি হয়ে থাকে তা আমি জানি না।’

বাংলাদেশ অধিনাযক বললেন, ‘ড্রেসিংরুম সবশেষ ৩-৪ দিন ধরে আছি এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, আমরা সবাই মজা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত