Ajker Patrika

লর্ডসে অসম্মান মেনে নিতে পারছেন না খাজা 

লর্ডসে অসম্মান মেনে নিতে পারছেন না খাজা 

অ্যাশেজে উত্তাপ ছড়ানো তো স্বাভাবিক ঘটনা। মাঠের লড়াই, কথার লড়াইয়ে জমে ওঠে অ্যাশেজ। তবে লর্ডসে এবারের অ্যাশেজে বিতর্ক যেন সবার উর্ধ্বে। স্টেডিয়াম থেকে গ্যালারি-সবখানেই ছড়িয়ে পড়ে বিতর্কের আগুন। এমনকি খেলোয়াড়দের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে বলে দাবি উসমান খাজার। 

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ছিল গতকাল। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। 

এমসিসি সদস্যদের আচরণে হতাশা প্রকাশ করেন খাজা। অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইনকে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোন ভেন্যু খেলার জন্য সবচেয়ে ভালো, আমি সবসময় বলব লর্ডস। এখানের দর্শকেরা ভালো, বিশেষ করে লং রুমের মেম্বার্স প্যাভিলিয়নে বিশেষ সম্মান দেওয়া হয়। তবে সদস্যদের মুখ থেকে যা বের হচ্ছিল, তা সত্যিই হতাশাজনক। আমি কি বলব, তা বুঝে উঠতে পারছিলাম না। তাদের কয়েকজন বড় কিছু অভিযোগ তুললেন। কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। তবু তারা অনর্গল বলতে থাকলেন। সত্যি বলতে এটা অসম্মানজনক।’ 

ইংল্যান্ডের ইনিংসের ৫২ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন নন-স্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন।  এই আউটই যেন তাতিয়ে দেয় স্টোকসকে। ২১৪ বলে ৯টি করে চার ও ছক্কায় করেছেন ১৫৫ রান। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৪৩ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত