Ajker Patrika

শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের দলে শুভাগত

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের দলে শুভাগত

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  দলে জায়গা পেয়েছেন তিন অভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।

পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। দীর্ঘ সময় পর পেসার খালেদ আহমেদ ও উইকেট-কিপার নুরুল হাসান সোহানও ফিরেছেন দলে।

১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ২১ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে থাকলেও, আইপিলের খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানও।

বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। করোনা সাবধনতার জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে। অনুশীলনের জন্য নেট বোলারও পাবে না সফরকারীরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দলে নতুনদের সু্যোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেখানেই সু্যোগ পেয়েছে তাঁরা ভালো করেছে। বিশেষ করে শরিফুল ও মুকিদুল। দুইজনকে আমরা ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছি।

দীর্ঘ সময় পর শুভাগত হোমের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন,ঘরোয়া ক্রিকেটে সে সবসময় ধারাবাহিক পারফর্মার। আমরা তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। বিশেষ করে তাঁর অফ স্পিন খুবই কার্যকরি।      

দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলবে এপ্রিল ১৭-১৮, কাটুনায়াকে। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:  

মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত