ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু তাতে কি? ঘটেই যেহেতু গেছে তার শাস্তি তো পেতেই হবে। গতকাল সেই শাস্তি পেয়েছেন মার্সেলো। অবশ্য ঘটনার দিনই শাস্তি হিসেবে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে ঘটনাটি ভয়ংকর হওয়ায় বড় শাস্তি পাওয়ার মুখে ছিলেন তিনি।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ও বড় শাস্তি দিয়েছে মার্সেলোকে। লুসিয়ানো সানচেজের পা ভেঙে যাওয়ায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। সঙ্গে ৬ হাজার ইউরো জরিমানাও গুনতে হবে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে।
গত সপ্তাহে কোপা লিবার্তোদোরেসের ম্যাচে ভয়ংকর ঘটনাটি ঘটে। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচের ৫৬ মিনিটে মার্সেলো বল নিয়ে ড্রিবলিং করে দৌড়ানোর সময় অনিচ্ছাকৃতভাবে সানচেজের পা মাড়িয়ে দেন। এতে জুনিয়ার্সের ডিফেন্ডারের বাঁ পায়ের দুই হাড় প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি জানিয়েছেন, পায়ের হাড় সংযুক্ত করতে সানচেজের বেশকটি অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচারের পর সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।
ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে সেদিনই কেঁদেছিলেন মার্সেলো। সঙ্গে ঘটনার পরে টুইটারে দুঃখ প্রকাশও করেছেন তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের মুখোমুখি হয়েছি। অনিচ্ছা সত্ত্বে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’
ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু তাতে কি? ঘটেই যেহেতু গেছে তার শাস্তি তো পেতেই হবে। গতকাল সেই শাস্তি পেয়েছেন মার্সেলো। অবশ্য ঘটনার দিনই শাস্তি হিসেবে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে ঘটনাটি ভয়ংকর হওয়ায় বড় শাস্তি পাওয়ার মুখে ছিলেন তিনি।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ও বড় শাস্তি দিয়েছে মার্সেলোকে। লুসিয়ানো সানচেজের পা ভেঙে যাওয়ায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। সঙ্গে ৬ হাজার ইউরো জরিমানাও গুনতে হবে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে।
গত সপ্তাহে কোপা লিবার্তোদোরেসের ম্যাচে ভয়ংকর ঘটনাটি ঘটে। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচের ৫৬ মিনিটে মার্সেলো বল নিয়ে ড্রিবলিং করে দৌড়ানোর সময় অনিচ্ছাকৃতভাবে সানচেজের পা মাড়িয়ে দেন। এতে জুনিয়ার্সের ডিফেন্ডারের বাঁ পায়ের দুই হাড় প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি জানিয়েছেন, পায়ের হাড় সংযুক্ত করতে সানচেজের বেশকটি অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচারের পর সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।
ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে সেদিনই কেঁদেছিলেন মার্সেলো। সঙ্গে ঘটনার পরে টুইটারে দুঃখ প্রকাশও করেছেন তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের মুখোমুখি হয়েছি। অনিচ্ছা সত্ত্বে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৪ ঘণ্টা আগে