ক্রীড়া ডেস্ক
পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে