পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
৭ মিনিট আগেরাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছিল।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল ও পিএসএল। দুটি টুর্নামেন্ট পুনরায় শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। সমস্যাটা হয়েছে এখানেই। বিশেষ করে, আইপিএলের কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
২ ঘণ্টা আগে